ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কোচিংয়ে দেশের সীমানা পার করলেন আফতাব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২২ ০০:৫৮

আফতাব আহমেদ৷ ছবি সংগৃহীত আফতাব আহমেদ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: দেশের গণ্ডি পেরিয়ে আফতাব আহমেদ এবার কোচিং করাবেন যুক্তরাষ্ট্রে। তবে কোন ক্লাবের হয়ে কিংবা কোথায় কোচিং করাবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

শনিবার আফতাব জানান মোখিক আলোচনা চলছে। চূড়ান্ত চুক্তি এখনো হয়নি, ‘আলোচনা চলছে। তবে এখনো চুক্তি হয়নি। আশা করি কয়েকদিনের মধ্যে সেটা সম্পূর্ণ হবে। যেহেতু এখনো পাকাপাকি হয়নি, সেহেতু ক্লাবের নাম এখনি বলতে চাচ্ছি না।’

জুন থেকে সেপ্টেম্বর মৌসুমে যুক্তরাষ্ট্রে কোচিং করাবেন সাবেক এই ক্রিকেটার। এ সময় বাংলাদেশে বর্ষার জন্য ঘরোয়া ক্রিকেট বন্ধ থাকে। এটিই কাজে লাগাচ্ছেন ক্রিকেটার থেকে কোচ হওয়া আফতাব। আপাতত একটি মৌসুম কাজ করবেন। এরপর দুই পক্ষের সন্তুষ্টির উপর নির্ভর করবে ভবিষ্যৎ।

এটিকে বড় পাওয়া মনে করছেন আফতাব, ‘এটা আমার জন্য বড় পাওয়া হবে। সেখানে অনেক বড় মাপের ক্রিকেটাররা খেলেন। আইপিএলেরও অনেক ক্রিকেটার আছেন। আসলে শেখার তো কোনো শেষ নেই। আমি সেখান থেকে শিখতে চাইবো। নিজে যেটুকু জানি সেটা তাদের সঙ্গে ভাগাভাগি করবো। এর বাইরে এখন যা করি তা চলবে। তবে সব পরিস্থিতির ওপর নির্ভরশীল।’

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।