ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

চট্টগ্রাম টেস্ট খেলবেন সাকিব: মুমিনুল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২২ ২২:৪০

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ হাতে সময় ছিল মাত্র একদিন। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসে অনুশীলন করেছেন সাকিব আল হাসান। মূলত ব্যাটিংটাই করেছেন তিনি। সেখানে নিবদ্ধ ছিল সবার চোখ। দলের কর্তা, অধিনায়ক থেকে শুরু করে সংবাদকর্মী সবাই তাকিয়ে ছিলেন সাকিবের ব্যাটিংয়ে।

করোনামুক্ত হয়ে আসা এ বাঁহাতি অলরাউন্ডার যে আজ ফিটনেস টেস্টে পাস করে গেছেন সেটি নিশ্চিত করেছেন অধিনায়ক মুমিনুল হক। সাগরিকায় সংবাদ সম্মেলনে আজ মুমিনুল বলেছেন, ‘সাকিব খেলবে, ইনশাআল্লাহ।’

গতকাল রাসেল ডমিঙ্গো বলেছিলেন, ফিটনেস টেস্টে পাস করলে সাকিব খেলবেন। ৫০-৬০ ভাগ ফিট খেলোয়াড়কে খেলাতে চান না তিনি। 

সাকিবের ফিটনেস নিয়ে মুমিনুল বলেন, ‘ব্যাটিং দেখে আমার তো ভালোই মনে হয়েছে। আপনারাও তো দেখেছেন।’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক আরও বলেন, ‘সাকিব ভাই মানসিকভাবে অনেক শক্ত। আসলে ব্যাটিং দেখে অনেক কিছু বোঝা যায়। আমার মনে হয় উনি শতভাগ ফিট ম্যাচ খেলার জন্য।’

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনের মুমিনুলের কথাই বলে দিচ্ছে, সাগরিকায় কাল সাকিবকে নিয়েই সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। সেক্ষেত্রে দলের শক্তি, ভারসাম্য ঠিক থাকছে। 

এখন করোনামুক্ত হওয়া সাকিব নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেটাই দেখার বিষয়। দল তার প্রতি আস্থা দেখিয়েছে, এখন দলকে সেটা ফেরত দেয়ার পালা তার।

 

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।