ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

টেস্ট না খেলা মুস্তাফিজের ‘পারসোনাল চয়েস’: ডোনাল্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৩ মে ২০২২ ০৬:৪৫

টাইগার পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ছবি: বিসিবি টাইগার পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ মুস্তাফিজুর রহমানের টেস্ট না খেলার বিষয়টি যেন ছাই চাপা আগুন হয়েই জ্বলছে। বারবার উঠে আসছে সেই প্রসঙ্গ। যদিও মুস্তাফিজ নিজে বলেছেন, টেস্টের প্রতি তার আগ্রহ কম। ওয়ার্কলোডের ভারসাম্য রাখতে সাদা বলের দুই ফরম্যাটে মনোযোগ দিতে চান। বিসিবির টেস্টের চুক্তিতেও নেই কাটার মাস্টার।

বাংলাদেশের হয়ে মাত্র ১৪ টেস্ট খেলা বাঁহাতি এই পেসার অবশ্য নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে পাশে পেলেন বৃহস্পতিবার। চট্টগ্রামের সাগরিকায় আজ অনুশীলনের পরে সংবাদ সম্মেলনে ডোনাল্ডের সামনেও তোলা হয়েছিল মুস্তাফিজের টেস্ট না খেলার বিষয়টি। প্রোটিয়া এই কোচ বলেছেন, এটা তার পারসোনাল চয়েস। এমনকি টেস্ট না খেলার বিষয়ে বাঁহাতি এ পেসারকে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সঙ্গেও তুলনা করেছেন ডোনাল্ড।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘মুস্তাফিজের টেস্ট খেলার বিষয়টি সম্পর্কে কথা বলা কঠিন। সে একটি পথ বেছে নিতেই পারে। ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট বলেছিলেন, ক্রিকেটাররা একসময় ১২ মাস খেলার জন্য প্রস্তুত ছিল, এখন সেটা কমে ৯ মাস। মুস্তাফিজের ব্যাপারটাও ব্যক্তিগত পছন্দ। আমরা এটা নিয়ে বোধহয় তার সাথে কথা বলতে পারি। এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার।’

আন্দ্রে রাসেলের উদাহরণ টেনে আজ ডোনাল্ড বলেন, ‘২০০৯ সালে যখন প্রথমবার আন্দ্রে রাসেলকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখলাম, আমি মনে করেছিলাম সে পৃথিবীর সেরা খেলোয়াড়। ১৫০ কিলোমিটার গতিতে বল করতো, ১১০ মিটার ছক্কা হাঁকাতো। তবে তার শরীর টেস্ট ক্রিকেটের জন্য ছিল না। তাই সে সীমিত ওভারকেই বেছে নিয়েছে। এটা যার যার ব্যক্তিগত পছন্দ। আমি মনে করি এটা মুস্তাফিজেরও পারসোনালা চয়েস।’

তবে বোলার মুস্তাফিজের ভক্ত ডোনাল্ড। সাদা বলে কাটার মাস্টারকে দুর্দান্ত বোলার মনে করেন তিনি। বাংলাদেশের পেস বোলিং কোচ বলেছেন, ‘আমি মুস্তাফিজের অনেক বড় ভক্ত। আমি মনে করি সাদা বলে সে অসাধারণ এক বোলার।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।