ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

মিরপুরে বসছে আরও চার উইকেট, দরকার ২০ টা আন্তর্জাতিক মাঠ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০২২ ০৬:৪৫

মাহবুব আনাম৷ ছবি সংগৃহীত মাহবুব আনাম৷ ছবি সংগৃহীত

নট  আউট  ডেস্ক: মিরপুরের পিচ নিয়ে অভিযোগের কমতি নেই ক্রিকেট পাড়ায়৷ সদ্য শেষ ডিপিএলে রিয়াদ কান্ডের পর সমালোচনা আরও নতুনভাবে শুরু হয়৷ বরাবরের মত প্রশ্ন ওঠে পিচ কিউরেটর গামিনিকে নিয়ে৷ তবে এসব অভিযোগ সমাধানের চেয়ে নতুন উদ্যমে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷

মিরপুরের পিচের উপর চাপ কমাতে আরও চারটি উইকেট বসছে এবং ২০টি আন্তর্জাতিক মাঠ করার দৃঢ় পরিকল্পনা করছে বলে গণমাধ্যমকে জানান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম ৷

মাহবুব আনাম বলেন, 'আমি আগেও বলেছিলাম যে আমরা এই ডিপিএলের পরে উন্নয়নের কাজে হাত দেব। সেই অনুযায়ী আমরা এই অফ সিজনে যে কাজগুলো করতে যাচ্ছি, আমরা এই মিরপুরে অনুশীলনের জন্য সেন্ট্রারে আমরা আরো চারটি উইকেট তৈরি করতে যাচ্ছি।''

তিনি আরও বলেন,' এ বছরে আমাদের পরিকল্পনাই মিরপুরের অ্যাডিশনাল উইকেট এবং রাজশাহী আর বগুড়া- এই তিনটা ভেন্যুকে আমরা সম্পূর্ণরূপে আপডেট করব। ইতোমধ্যে আপনারা জানেন চট্টগ্রামে সেন্টার উইকেটে আমরা দুইটা উইকেট অলরেডি বাড়িয়েছে। ইতোমধ্যে ঢাকায় বেশ কিছু মাঠ ক্রয়ের ব্যাপারে কথা হয়েছে। আমরা জায়গা পরিদর্শন করেছি। এগুলো যেহেতু প্রাইভেট সেক্টরের জমি, সেই জমিগুলোর কাগজপত্র আমরা যাচাই-বাছাই করছি৷ আমাদের যে পরিমাণ খেলা তাতে ২০ টা আন্তর্জাতিক মানের মাঠ তৈরি না করলে কোনভাবেই সম্ভব না।

বিসিবির পিচ বিষয়ে গামিনিকে ব্যক্তিগত আক্রমণ করা অন্যায় বলে গনমাধ্যমকে বলেন মাহবুব আলম৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।