ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সবার দোয়ায় ভালো আছি: মাশরাফি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ মে ২০২২ ০০:২২

মাশরাফী বিন মর্তুজা। ছবি সংগৃহীত মাশরাফী বিন মর্তুজা। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আন্তর্জাতিক ক্রিকেটকে প্রকাশ্যে বিদায় না বললেও ফেরার যে খুব বেশি সুযোগ নেই তা সকলের মতই মাশরাফিরও জানা। তবে আত্মবিশ্বাসকে পূঁজি করে এখনো ইনজুরি নিয়ে খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। সদ্য সমাপ্ত ডিপিএলেও ছিলেন ছন্দে। তবে ঈদ শেষ হতে না হতেই ভক্তরা কষ্ট পায় মাশরাফির আহত হওয়ার সংবাদে। 


অনাকাঙ্খিত চোটে গতকাল মাশরাফি বিন মুর্তজার পায়ে ২৭ সেলাই পড়েছে। বাসায় দুর্ঘটনায় পড়ে বাম পা কেটে গেছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের। তাতে লেগেছে সেলাই।

বিষয়টি মাশরাফির ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা নিশ্চিত করেছেন। শনিবার বিকালের দিকে শোকেসের কাচ ভেঙে পড়ে মাশরাফির পায়ের ওপর। এতে তার বাঁ পায়ের গোড়ালির দিকে অনেকটা কেটে যায়।

পরে ফেসবুক পোস্টে ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করেন তিনি, ‘নিশ্চয় মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি এখন। চিন্তা করার মতো গুরুতর অবস্থায় আপাতত নেই ইনশাআল্লাহ। কিছু দিন বেড রেস্টে থাকতে হবে। অনেকেই ম্যাসেজ দিয়েছেন, ফোন করে জানতে চেয়েছেন, আপনাদের সবাইকে জানাতে পরিনি বলে দুঃখিত। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ। আল্লাহর কাজ সব ভালো।’

তার নেতৃত্বে লিজেন্ডস অব রুপগঞ্জ রানার্সআপ হয়। বল হাতেও দারুণ উজ্জ্বল ছিলেন এই ডানহাতি পেসার। ১৪ ম্যাচে নেন ২০ উইকেট।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।