ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মুস্তাফিজের উপর রেগে আগুন সুজন!

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৮ মে ২০২২ ০৫:১০

খালেদ মাহমুদ সুজন ও মুস্তাফিজুর রহমান৷ ছবি সংগৃহীত খালেদ মাহমুদ সুজন ও মুস্তাফিজুর রহমান৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট:  বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে লাল বলের ক্যাটাগরিতে নেই মুস্তাফিজুর রহমান। বিসিবিকেও চুক্তির চিঠিতে টেস্ট খেলতে চান না বলে জানিয়েছেন তিনি। এমনকি গত কিছুদিন সংবাদমাধ্যমেও বলেছেন, টেস্ট খেলতে তার অনাগ্রহের কথা। সাদা বলের দুই ফরম্যাটেই নিজেকে দেশের জন্য বিবেচনা করছেন মুস্তাফিজ।

বাংলাদেশের হয়ে ১৪ টেস্ট খেলা বাঁহাতি এ পেসারের উপর চটেছেন খালেদ মাহমুদ সুজন। টেস্ট খেলতে না চাওয়ায় মুস্তাফিজের উপর ক্ষোভ ঝাড়লেন বিসিবির এ পরিচালক।

চাইলেই কোনো ফরম্যাট বাদ দেয়ার সুযোগ তরুণদের নেই। এ নিয়ম শুধু সিনিয়রদের জন্য প্রযোজ্য। এমনটাই আজ বলেছেন সুজন।

মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘পাপন ভাই বলেছিলেন খেলোয়াড়রা যে ফরম্যাট খেলতে চায় এ নিয়ে আলাপ করতে পারে। সেটা সিনিয়র খেলোয়াড়দের ক্ষেত্রে কথাটা বলেছেন, সবার ক্ষেত্রে না। এখন যদি জয় বলে আমি ওয়ানডে খেলব আর টেস্ট খেলব না, এটা কি ঠিক হল নাকি? মুস্তাফিজের আসলে বয়স কত? কয়দিন ধরে খেলে? ও তো সাকিব না, তামিম না, মাশরাফি বা মুশফিক না, যারা এত বছর ধরে বাংলাদেশকে তিন ফরম্যাটে সার্ভিস দিয়েছে। দেশের জন্য খেলা জরুরী।’

লিটন-মুস্তাফিজরা বিশ্রামের যোগ্য নন বলেই মন্তব্য করেছেন সুজন। সাবেক এ অধিনায়ক বলেন, ‘সাকিব-তামিমদের বয়স ৩৪-৩৫ বছর। তাদের এখন বিরতি প্রয়োজন, তারা এটার যোগ্য। কিন্তু লিটন দাস তো বিশ্রামের যোগ্য না। লিটন যদি সাকিব-তামিম হত, বলতাম সেও বিশ্রামের যোগ্য। মুস্তাফিজের অবশ্যই টেস্ট খেলা উচিৎ। এখন তার পিক টাইম। আমরা তো বলছি না সব টেস্ট খেলো। আমি চাই বছর ৬-৮টা টেস্ট ম্যাচ বছরে তার খেলা উচিৎ।’

মুস্তাফিজ টেস্ট খেলুক এমনটাই দেখতে চান টিম ডিরেক্টর সুজন। সেরা বোলার কাটার মাস্টারকে চান তিনি। শনিবার সুজন বলেন, ‘আমি তো চাই মুস্তাফিজ টেস্ট খেলুক। কেন না? আমাদের তো এত বোলার নেই। হাতে গুনলে এবাদত, তাসকিন, শরিফুল, খালেদ, রাহী... এরপর বোলার কই? বাংলাদেশের সেরা ফাস্ট বোলারই তো মুস্তাফিজ। অভিজ্ঞতা বলুন, নৈপুণ্য বলুন, টেকনিক-ট্যাকটিকস বলুন। এসব দিক থেকে তো মুস্তাফিজই সেরা। মুস্তাফিজ থাকলে আমরা ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে পারতাম। এখন এত খেলা, তিন ফরম্যাটে খেলা কঠিন সবাইকে বিশ্রাম দিতে হবে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।