ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

টেস্ট সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশ আসছে শ্রীলংকা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ মে ২০২২ ২০:৩২

শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি সংগৃহীত শ্রীলঙ্কা ক্রিকেট দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলতি বছর বাংলাদেশ ক্রিকেটে সফলতা ও ব্যর্থতার সংমিশ্রণে হয়েছে বেশ কয়েকটি রেকর্ড। বছরের শুরুতে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্টে হারানোর পর, স্বাধীনতার মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ওডিআই সিরিজ জয়। একটা সময় এমন কিছু কল্পনা কিংবা স্বপ্ন থাকলেও তা বর্তমানে পূরণ। 

আগামীকাল ৮ মে বাংলাদেশে পা রাখবেন লঙ্কান ক্রিকেট দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিায়ামে। এই দলের বিপক্ষে এই সিরিজের পূর্বে টিম টাইগার ১১ টি সিরিজ খেললেও জিততে পারেনি কোন সিরিজ। ম্যাচের বিচারে মোট ২২ ম্যাচে বাংলাদেশের জয় ১টি। দেশের মাটিতে ৮টি টেস্ট খেলে ৬টিতে হারের পাশাপাশি ড্র রয়েছে ২টিতে। তবে নিজেদের শততম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কা বিপক্ষে তাদের মাটিতে জয় পেয়েছিল বাংলাদেশ।  

বাংলাদেশ ক্রিকেট দলে একদিকে ইনজুরির মিছিল। তাসকিনের পর ছিটকে গিয়েছে মেহেদী হাসান মিরাজ। অপরদিকে সফরকারীদের ব্যাটাররা রয়েছে ফর্মহীনতায়। এমন অবস্থায় ঘরের মাঠে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ।  আফ্রিকা সিরিজে দলে যোগ দিয়েছিল তামিম ইকবাল। এবার পরিবারের বিপদ কাটিয়ে একাদশে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। এছাড়াও শরিফুলের খেলা নিয়ে শঙ্কা থাকলেও মাঠে থাকছেন প্রথম ম্যাচ থেকেই। তাই শক্তিমত্তার বিচারে সিরিজ জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। 

 

বাংলাদেশ স্কোয়াডঃ

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে), মোসাদ্দেক হোসেন সৈকত।

শ্রীলংকা স্কোয়াডঃ

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুমিন্দা লাকশান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রভিন জয়াবিক্রমা ও লাসিথ এমবুলদেনিয়া।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।