ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রুবেল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ০৮:৫৪

হাসপাতাল থেকে বাসা ফিরেছেন মোশাররফ রুবেল৷ ফাইল ছবি ৷ হাসপাতাল থেকে বাসা ফিরেছেন মোশাররফ রুবেল৷ ফাইল ছবি ৷

দুদিন আগেও যে মানুষটিকে নিয়ে উঠেছিল গুজব সে মানুষটি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে ফিরেছেন নিজ বাসায়৷ নিজের তৈরী রাজ্যে৷

বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসে মোশাররফ হোসেন রুবেলকে তারকা ক্রিকেটার বললে মোটেও ভুল বলা হবে না৷ তবে দীর্ঘ হয়নি ক্রিকেটে পথচলা৷ ব্রেণ টিউমারে আক্রান্ত হয়ে ছাড়তে হয়েছে মাঠের লড়াই৷ অসুস্থ হলেও ফিরে আসার আকাঙ্খা ছিল অনেক৷ তবে এই মুহূর্ত্বে তা এক প্রকার অসম্ভব৷

বাইশ গজে ফিরে আসার যখন চিন্তা করেন তখন শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করানো হয় হাসপাতালে৷ পান্ডবদের দুজন ভালোবেসে বাড়িয়ে দেন ভালোবাসার হাত৷ সকলের দোয়া ও প্রিয়তমার স্ত্রীর নিরলস পরিশ্রমে অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন মোশাররফ রুবেল।

রুবেলের বাসায় ফেরার বিষয়টি স্ত্রী চৈতি ফারহানা রূপা নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, মোশাররফ রুবেলকে আজ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। তিনি ভালো আছেন। সকলের দোয়াপ্রার্থী।’

২০১৯ সালে রুবেলের মস্তিস্কে টিউমার ধরা পড়ে। এরপর সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণের পর বেশ খানিকটা সেরে উঠেছিলেন। ক্রিকেটে ফেরারও চেষ্টা করেছিলেন। তবে করোনা মহামারীতে থমকে যায় রুবেলের ক্রিকেটীয় কার্যক্রম। এ সময় আবারও মাথাচাড়া দিয়ে ওঠে টিউমার।

বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মোশাররফ হোসেন রুবেল। ঘরোয়া ক্রিকেটেও যথেষ্ট সফল একজন ক্রিকেটার তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচ খেলে তার ঝুলিতে আছে ৩৯২ উইকেট। ব্যাট হাতে দুইটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রান তার সংগ্রহে।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।