ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

‘যেন আমরা টেস্টের এক নম্বর দল হয়ে গেছি’

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ১০:৪৫

বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ সিরিজটা ছিল র‌্যাংকিংয়ের চার নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নয় নম্বর দল বাংলাদেশের। চার নম্বর দলটা খেলছিল হোম কন্ডিশনে। এবং প্রত্যাশিতভাবেই সিরিজ জিতেছে প্রোটিয়ারা। তবে বাংলাদেশ নিজেদের খেলাটাই খেলতে পারেনি। জঘন্য ব্যাটিংয়ে বাজেভাবে হেরেছে মুমিনুল হকের দল।

তাই সমর্থক থেকে সবাই সমালোচনায় মেতেছেন। সেটি অবশ্য উসকে দিয়েছে মাস তিনেক আগে টাইগারদের গড়া আরেক ইতিহাস। বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে টেস্টে হারিয়ে ইতিহাস গড়েছিল মুমিনুল বাহিনী। যে জয় দলের প্রতি সবার প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিল। এবং দক্ষিণ আফ্রিকাও টেস্ট জয়ের আশা করেছিলেন অনেকে। তাদের সবার আশার দেয়ালে বড়সড় ধাক্কা ছিল দুই টেস্টে বাংলাদেশ দলের হতশ্রী পারফরম্যান্স।

প্রথম টেস্টে ৫৩ রানে অলআউট, সোমবার পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ইনিংসে ৮০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। প্রত্যাশার পারদ উপরে উঠে যাওয়ার নজিরটা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও টের পেলেন অধিনায়ক মুমিনুল। সংবাদ সম্মেলনে তীর্যক সব প্রশ্নই তার দিকে ছুঁটে গেছে।

তাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুমিনুল দুইবার বলেছেন, আমরা যেন টেস্টের এক নম্বর দল হয়ে গেছি। বাস্তবতাই যেন মনে করিয়ে দিতে চাইলেন অধিনায়ক।

মুমিনুল আজ বলেছেন, ‘টেস্টের মানসিকতা প্রতিদিনই ভালো খেলতে হবে। প্রতিটা সেশন ভালো খেলতে হবে। আরও উন্নতি করতে হবে। এমনভাবে বলছেন যেন আমরা টেস্টের এক নম্বর দল হয়ে গেছি। কিন্তু টেস্ট জেতার আগেও যেমন ছিলাম, সেখানেই আছি। উন্নতির জায়গা আছে অনেক।’

র‌্যাংকিংয়ে দুই দলের ব্যবধানও মনে করিয়ে দিলেন মুমিনুল। তিনি বলেন, ‘আমরা র‌্যাঙ্কিংয়ে আট নয় নাকি দশ নম্বর টিম। টেস্টে আমরা এক নম্বর টিম হয়ে যাইনি এখনো। হয়তো মাঝে মাঝে একটু সাফল্য আসবে, কিন্তু এক নম্বর দল হয়ে গেছি। যখনোই চার-পাঁচ নম্বর দল হবো, ৫টা বোলার নিয়ে খেলতে পারব। আমার কাছে লজিক্যালি এটাই মনে হয়।’

ব্যাটিং ব্যর্থতাকেই দ্বিতীয় টেস্টে ৩৩২ রানের হারের মূল কারণ মনে করেন মুমিনুল। তিনি বলেন, ‘বাজে ব্যাটিং করেছি। আমার কাছেও মনে হয়, খুব বাজে ব্যাটিং করেছি আমরা। টিমওয়াইজ ভালো খেলতে পারিনি।’

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।