ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

মিরাজের সাফল্যের নেপথ্যে যারা

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২ ০১:৫১

মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি মেহেদী হাসান মিরাজ। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের মাঠে যতটা দাপট দেখাতো প্রতিপক্ষকে তার থেকেও বেশিই দেখতো বাইরের দেশে৷ তবে চিত্র এখন ভিন্ন৷ ঘর কিংবা বাইরে সমানতালেই লড়ছে টিম বাংলাদেশ৷ সাথে বোলারদের পারফরম্যান্স আশা দেখাচ্ছে আরও ভালো কিছু করার৷ 

বর্তমান জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মেহেদী হাসান মিরাজ ৷ এই স্পিন অলরাউন্ডার ক্যারিয়ারের শুরুতে ঘরের মাঠে যতটা ভয়ঙ্কর ছিলেন বিদেশের মাটিতে ততটাই মলিন ছিলেন৷ তব পরিবর্তনের হাওয়াতে পুরোদমে বদলে গেছেন মিরাজ। ঘরে-বাইরে পারফর্ম করছেন সমান তালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের প্রথম ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতেও করেছেন মাঝারি সংগ্রহ৷ 

ঘরের মাঠে সফল হওয়ার কারন খুজতে গিয়ে মিরাজ নিজেই মনে করেন মানসিকতার পরিবর্তনের কারনেই এসেছে সাফল্য। মানসিকভাবে শক্ত থাকার কোন বিকল্প নেই৷ সাথে সঠিক জায়গায় বল করেই সফল হচ্ছেন। এ ক্ষেত্রে তাকে সাহায্য করেছেন দেশীয় কোচ সোহেল ইসলাম ও রঙ্গনা হেরাথ।

চলতি ম্যাচ সহ দেশের বাইরে মিরাজ খেলেছেন ১৭টি টেস্ট। ঘরের মাঠে ১৫ ম্যাচে ৭৩ উইকেট নেওয়া মিরাজের ঘরের বাইরে উইকেট সংখ্যা ৫০ এর নিচে। যা হতাশাজনক হলেও বর্তমানে আশার প্রদীপ রূপে হাজির হয়েছেন এই বোলার ৷ 

নিজের ক্যারিয়ার নিয়ে মিরাজ বলেন ২০২১ সালে শ্রীলঙ্কা সফর থেকে নিজের পরিবর্তন এনেছেন। দেশের বাইরে উন্নতি করতে কাজ করেছেন দেশের অন্যতম সফল কোচ সোহেল ইসলামের সাথে। পরবর্তীতে জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে আসা রঙ্গনা হেরাথ করেছেন সাহায্য।

পরিসংখ্যানের মসৃণ পাতায় চোখ মেলালে মিরাজের কথার যথার্থতা সহজেই খুজে পাওয়া যাবে৷ গেল বছর শ্রীলঙ্কা সফরের আগে দেশের বাইরে ১৭ ইনিংস বল করে উইকেট নিয়েছেন ২৯ টি। তবে শ্রীলঙ্কা সফর থেকে ফিরে শেষ ৯ ইনিংসে বল করেই উইকেট নিয়েছেন ২০টি।

আফ্রিকার মাটিতে ডারবান টেস্টে দলের হয়ে সর্বোচ্চ ৪০ ওভার বল করেছেন। প্রোটিয়াদের প্রথম ইনিংসে ৩৬৭ রানে আটকে দেওয়ার পথে উইকেট নিয়েছেন ৩ টি।

মিরাজের ভাষ্য, ‘দেশে অনেক সাহায্য থাকে স্পিনারদের। তবে বাইরের দেশে তেমন সাহায্য পাবেন না। কিন্তু পরিস্থিতি যাইহোক আমি মানসিকভাবে নিজেকে অনেক অনুপ্রাণিত করছি। বিশেষ করে বাইরের দেশে খেলতে গেলে মানসিকভাবে অনেক শক্ত হতে হয়। আমি উইকেটের চেয়ে যদি ভালো লাইন লেংথ ধৈর্য সহকারে বল করতে থাকি, তাহলে হয়তো সুযোগ আসবে। আমি কোচের সঙ্গেও এ নিয়ে কথা বলেছি।’

এটা শুরু করেছিলাম শ্রীলঙ্কা থেকে, তখন আমাদের কোচ ছিলেন সোহেল স্যার। তখন থেকেই দেশের বাইরে কীভাবে ভালো করা যায় এ নিয়ে কাজ শুরু করেছিলাম। এরপর আমাদের সঙ্গে যোগ দিয়েছেন হেরাথ। তিনি তো অভিজ্ঞ। তিনি আমাদেরকে নিয়ে অনেক কাজ করছে। সবচেয়ে বড় দিক হচ্ছে মানসিক বিষয়টি। যদি মানসিকভাবে শক্তিশালী হওয়া যায় তাহলে অনেক কিছুই করা সম্ভব।'

 

 

-নট আউট/এমআরএস/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।