ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পদত্যাগ করলেন বাংলাদেশের বিশ্বকাপজয়ী কোচ নাভিদ নেওয়াজ

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ এপ্রিল ২০২২ ০৭:৩৩

সংগ্রহীত ছবি সংগ্রহীত ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজ পদত্যাগ করেছেন। নতুন যাত্রায় শ্রীলঙ্কা জাতীয় দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো এই কোচ।

তার অধীনেই ২০২০ যুব বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। পুরষ্কার হিসেবে ২০২৩ সাল পর্যন্ত চুক্তির মেয়াদও বাড়ানো হয়। কিন্তু শ্রীলঙ্কা জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার সুযোগ আসাতেই নতুন করে ভাবতে হয়েছে তাকে।

যদিও শুরুতে নিজে কোনো সিদ্ধান্ত না নিয়ে বিসিবির দিকেই তাকিয়ে ছিলেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার। মূলত ২০২৩ সালের আগস্ট পর্যন্ত বিসিবির সাথে চুক্তিবদ্ধ ছিলেন বলেই সিদ্ধান্তের ভার বিসিবিকে দেন।

শ্রীলঙ্কা জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হওয়ার প্রস্তাবের কথা বিসিবিকে জানালেও লম্বা সময় কোনো সিদ্ধান্ত আসেনি। তবে একটি সূত্র নিশ্চিত করেছে নাভিদ নেওয়াজ ইতোমধ্যে পদত্যাগ করেছেন। ফলে তার সম্ভাব্য ভবিষ্যৎ ক্যারিয়ার শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ।

তার অধীনে বাংলাদেশ ২০২০ সালে যুব বিশ্বকাপ জিতলেও ২০২২ সালে করেছে হতাশ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে যাত্রা শুরু করে থমকে যায় কোয়ার্টার ফাইনালেই।

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।