ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

ভারত না পারলেও, তোমরা করে দেখিয়েছ: গাভাস্কার

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২ ০১:২৮

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ খুব বেশিদিন আগের কথা নয়৷ আফ্রিকা মাটিতে সিরিজ খেলতে গিয়ে এই উপমহাদেশের অন্যতম শক্তিশালী দল ভারত হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফিরেছিল নিজ দেশে৷ এর মাস দুয়েক বাদেই আফ্রিকা ডেরায় ভারতের প্রতিপক্ষ দেশ ভারত৷ তবে ফলাফল এবার পুরোটাই ভিন্ন৷ দক্ষিণ আফ্রিকাকেই তাদের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হারালো টিম টাইগার।

টাইগারদের এমন অবিশ্বাস্য জয়ে প্রসংশায় ভাসাচ্ছেন দেশ বিদেশের অনেক তারকা ত্রিকেটারই। সেই তালিকায় আছে ভারতেরও এক কিংবদন্তির নাম। ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওপেনার সুনীল গাভাস্কার। টাইগারদের ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতাহার আলী খানকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অভিনন্দন জানান তিনি।

কাল রাতে গাভাস্কার আতহারকে লিখেছেন, 'ভারত না পারলেও তোমরা পেয়েছ৷ অসাধারণ অর্জনের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন, যে বাংলাদেশের ক্রিকেটটা শুরু হয়েছিল তোমাদের হাত ধরে। দলের খেলোয়াড়দেরও আমার অভিনন্দন পৌঁছে দিয়ো।’

উল্লেখ্য, সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। ভারত, পাকিস্তানের পর এশিয়ার তৃতীয় দল হিসেবে এই রেকর্ড গড়েছে বাংলাদেশ।

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।