ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

আমি খুশি এবং গর্বিত- সিরিজ সেরা তাসকিন

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২ ০৯:২৪

তাসকিন আহমেদ। ছবি: টুইটার তাসকিন আহমেদ। ছবি: টুইটার

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে যতটুকু সফলতা তার অর্ধেকের বেশি এই বাংলায়৷ পরের ডেরাতে অনেকটাই ব্যর্থ হতো পুরো দল৷ প্রায় সব সিরিজ শেষে সবার মুখে থাকতো একটি কথা আর তা হলো শিক্ষা সফর৷ তবে এবারের সিরিজ শিক্ষা সফর হয়নি হয়েছে বিজয়ের সুতিগাঁথার সফর৷ 

বাংলাদেশের পেসারদের নিয়ে সমালোচনার কমতি নেই বিশ্বক্রিকেটে৷ সবুজ উইকেটেও সফল হতে না পারলে সমালোচিত হওয়াটাই স্বাভাবিক৷ তবে দিন বদলেছে, খোলস ছেড়ে বেড়িয়ে গতির ঝড় তুলে দলকে এনে দিয়েছে জয় ৷ হয়েছে ম্যাচ ও সিরিজ সেরা৷ 

সিরিজের ট্রফি নিজেদের করার লড়াইয়ে সেঞ্চুরিয়ানে মাঠে নেমেছিল বাংলাদেশ ও আফ্রিকা৷ প্রথম ম্যাচে একই মাঠে জয় আজকে দিয়েছিল আলাদা আত্মবিশ্বাস৷ টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে আমন্ত্রণ জানায় প্রতিপক্ষ কাপ্তান৷ ব্যাটিংয়ে নেমে দ্রুত ব্যাট চালিয়ে রান তুলতে শুরু করেন মালান৷ তবে মিরাজের বলে ডি কক আউট হওয়ার পরেই শুরু হয় তাসকিনের তান্ডব৷ বল হাতে নিজের ক্যারিয়ারে ২য় বারের মত তুলে নেন ৫ উইকেট৷ যার ফলস্বরূপ লাভ করেন ম্যাচ জয়ের খেতাব৷ তিন ম্যাচে দাপুটে বোলিং করে নিজের করে নেন সিরিজ সেরার ট্রফিটাও৷ 

সিরিজ জয়ের ম্যাচ শেষে বাংলার গতিদানব বলেন, 'আমি খুশি এবং গর্বিত কারণ আমরা দক্ষিণ আফ্রিকায় প্রথমবার জিতেছি। আমি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে নিয়ে যাচ্ছিলাম৷ আমি আজ একই প্রক্রিয়া অনুসরণ করেছি এবং আশা করি আমি চালিয়ে যাব।'

অধিনায়ক প্রসঙ্গে তাসকিন বলেন, 'আমার অধিনায়ক প্রতি ম্যাচে আমাকে দলে নেয় এবং আমাকে একটি বিশেষ ভূমিকা দেয়। আমি শুধু অনুসরণ করার চেষ্টা করি যে আমি আমার দৈর্ঘ্যের উপর কাজ করছি এবং শুধুমাত্র মৌলিক বিষয়গুলি অনুসরণ করার চেষ্টা করছি। এখনও শিখতে হবে কিভাবে ফ্ল্যাট এবং স্লো বোলিং করতে হয় ৷'

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।