ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

তাসকিনের গর্জন, বাংলাদেশের টার্গেট ১৫৫ রান

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২ ০৬:০৭

ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট শিকার তাসকিনের। ছবি: আইসিসি ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট শিকার তাসকিনের। ছবি: আইসিসি

স্পেশাল করেসপন্ডেন্টঃ সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে গর্জন তুলেছে টাইগাররা। সিরিজ নির্ধারনী ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ। যার নেতৃত্ব দিলেন তাসকিন আহমেদ। ডানহাতি এ পেসারের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের ৩৭ ওভারে ১৫৪ রানে অলআউট করে দিয়েছে তামিম ইকবালের দল।

সিরিজ জয়ের ইতিহাস গড়ার দুয়ারে এখন বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে জিততে বাংলাদেশের টার্গেট ১৫৫ রান।

দুর্দান্ত বোলিংয়ে বুধবার তাসকিন কাঁপিয়ে দিয়েছেন প্রোটিয়াদের। ৩৫ রানে ৫ উইকেট নেন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয়বার ৫ উইকেট তুলে নিয়েছেন। এর আগে ২০১৫ সালে ওয়ানডে অভিষেকে মিরপুর স্টেডিয়ামে ভারতে বিরুদ্ধে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আজ ৫ উইকেট পেলেন তিনি। ২০১২ সালের পর সফরকারী দলের হয়ে আফ্রিকায় ৫ উইকেট নিলেন তাসকিন। সর্বশেষ শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা নিয়েছিলেন ৫ উইকেট।

ইনিংসের শুরু থেকে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন। তাকে পড়তেই পারেনি স্বাগতিকরা। একাই গুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন। তার শিকারের তালিকায় আছেন মালান, ভেরেইন্নে, প্রিটোরিয়াস, মিলার ও রাবাদা।

দক্ষিণ আফ্রিকার মালান ৩৯, ডি কক ১২, মিলার ১৬, প্রিটোরিয়াস ২০, মহারাজ ২৮ রান করেন। বাংলাদেশের সাকিব ২টি, মিরাজ-শরীফুল ১টি করে উইকেট পান।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।