ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

এক ছয়ে পূর্ণ হবে তামিমের সেঞ্চুরি, অপেক্ষায় সাকিবও

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২ ২২:৫৩

রেকর্ডের হাতছানি সাকিব-তামিমের সামনে। ছবিঃ ফাইল ফটো। রেকর্ডের হাতছানি সাকিব-তামিমের সামনে। ছবিঃ ফাইল ফটো।

নিউজ ডেস্কঃ ইতিহাসের অংশ হতে ভালো লাগে না কিংবা ইতিহাসের অংশ হওয়ার স্বপ্ন দেখে না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর৷ ক্রিকেট যেমন উত্থান-পতনের খেলা তেমনি ইতিহাস থেকে মহাকাব্য রচনার সুযোগ থাকে অনিশ্চিতের এই খেলায়৷

বাংলাদেশ দল বর্তমানে অবস্থান করছে ম্যান্ডেলার রাষ্ট্র দক্ষিণ আফ্রিকাতে৷ সিরিজ নির্ধারণী ম্যাচে দুই দল মাঠে নামবে বিকেল পাঁচটায়৷ তৃতীয় ও শেষ ম্যাচের আগে কয়েকটি রেকর্ডের দ্বারপ্রান্তে কাপ্তান তামিম, সাকিব ও বাংলাদেশ ক্রিকেট দল৷ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল।

সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুখোমুখি হবে দুই দল। আজকের ম্যাচটি জিততে পারলেই ইতিহাস গড়বে টাইগাররা। এই ম্যাচে তিনটি অন্যরকম সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে আছেন দুই টাইগার তারকা তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এর মধ্যে দুইটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন তামিম।

আজকের ম্যাচে মাত্র একটি ছক্কা হাঁকাতে পারলেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ১০০টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়বেন তামিম। এখন পর্যন্ত ২২৪ ওয়ানডে ম্যাচ খেলে ৯৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ৮৫ ছক্কা নিয়ে দুইয়ে আছেন মুশফিকুর রহিম।

এদিকে আজকের ম্যাচে একটি করে ক্যাচ ধরতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাচ তালুবন্দীর সেঞ্চুরি পূর্ণ করবেন তামিম ও সাকিব। তামিম ৩৬২ ম্যাচে ৯৯টি ক্যাচ ধরেছেন। আর সাকিব ৩৭৫ ম্যাচে ৯৯টি।

বাংলাদেশের পক্ষে সবার আগে ক্যাচের সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৩৭০ ম্যাচে ১৫২টি ক্যাচ তালুবন্দী করেছেন।

 

- নট আউট/এমএসআর/ডব্লিউআর।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।