ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের আগে পরীক্ষা-নিরীক্ষা চলবে

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ০২:৩২

বাংলাদেশ ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত বাংলাদেশ ক্রিকেট দল৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: ধুঁকতে থাকা টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা কম্বিনেশনের সন্ধানে আছে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্ট সেই লক্ষ্যেই একাদশে নানা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। ত্রিদেশীয় সিরিজে আরও দুটি ম্যাচ আছে বাংলাদেশ দলের।


এই দুটি ম্যাচেও একাদশে পরিবর্তন, পরীক্ষা চলবে। টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম মঙ্গলবার এমনটাই জানিয়েছেন।


ক্রাইস্টচার্চ থেকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শ্রীরাম বলেছেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে চাই। প্রতিদিনই আমরা ছেলেদের বিভিন্ন ভূমিকা ও চ্যালেঞ্জ দিচ্ছি। ওদেরকে নিয়ে আমাদের জানার প্রক্রিয়া চলমান।’


টানা দুই ম্যাচ হারলেও বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে উন্নতি দেখছেন এই ভারতীয় কোচ, ‘উন্নতি অনেক হয়েছে। আমাদের মিডল অর্ডার অনেক উন্নতি দেখিয়েছে। রাব্বি (ইয়াসির) যেভাবে হারিস রউফের সামনে সেদিন খেলেছেন, ট্রেন্ট বোল্টকে যেভাবে খেলেছেন নুরুল, এসব অবশ্যই ইতিবাচক দিক। তারা বিশ্বের সেরা বোলারদের মধ্যে আছে। তাদের বিপক্ষে এমন খেলে অনেক আত্মবিশ্বাস পাওয়া উচিত।’


পেসারদের পারফরম্যান্সেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন শ্রীরাম। তিনি বলেন, ‘পেস বোলাররা এখন আরও ভালোভাবে পরিকল্পনার বাস্তবায়ন করতে পারছেন। তাসকিন প্রথম ম্যাচে যেভাবে বোলিং করেছে, শরীফুল দ্বিতীয় ম্যাচে দলে এসে ফিন অ্যালেনের বিপক্ষে হার্ড লেন্থে বল করেছে, চোট কাটিয়ে ফিরে হাসান যেভাবে বল করেছে দুই ম্যাচে, এসব ইতিবাচক দিক।’


বল হাতে ছন্নছাড়া মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এ পেসার রান দিচ্ছেন প্রচুর, উইকেট পাচ্ছেন না। তাকে অবশ্য চিন্তিত নন শ্রীরাম, ‘ফিজ (মুস্তাফিজ) দুয়েকটি ব্যাপার নিয়ে কাজ করছে। সে শক্তভাবেই ঘুরে দাঁড়াবে। ইবাদত ও সাইফও তাদের সুযোগ পাবে।’


শান্ত ফিরে রান করায় খুশি শ্রীরাম। সাকিব ফেরায় মিডল অর্ডার শক্তিশালী হয়েছে মনে করেন টেকনিক্যাল কনসালটেন্ট, ‘সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালী হয়ে গেছে। আফিফ ও লিটন যদি মেলে ধরতে পারে নিজেদের, আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...