ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

কাউন্টিতে সর্বশেষ পর্বে খেলবেন না চার পাকিস্তানি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২২ ০৯:০৯

দূর্দান্ত ফর্মে রয়েছে পাক ক্রিকেটাররা৷ ছবি সংগৃহীত দূর্দান্ত ফর্মে রয়েছে পাক ক্রিকেটাররা৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ব্যাট বলে দলের হয়ে দারুণভাবেই অবদান রেখেছে পাকিস্তানি খেলোয়াড়রা৷ তবে পারিবারিক ও ইনজুরি জনিত কারনে শেষ পর্বে দেখা যাবে না চার তারকা ক্রিকেটারকে৷ এই চারজন হলেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি এবং মোহাম্মদ আমির। এই চারজন এই সপ্তাহে তাদের ম্যাচগুলো মিস করবেন।

অন্যদিকে, সাইড স্ট্রেনের কারণে ইয়র্কশায়ারের হয়ে শেষ ম্যাচ মিস করা হারিস রউফ এই পর্বে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার ( ১২) থেকে শুরু হওয়া ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচের জন্য তাকে ১২ সদস্যের দলে রাখা হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে অলরাউন্ডার হাসান আলীকে।

ফাস্ট বোলার শাহীন আফ্রিদিকে গুরুত্বপুর্ন ম্যাচের জন্য বিশ্রামে রেখেছে তার দল মিডলসেক্স। লর্ডসে নটিংহ্যামশায়ারের বিপক্ষে ম্যাচে দল থাকবেন না এই পেসার। যুক্তরাজ্যে আসার পর থেকে তিন সপ্তাহের মধ্যে তিন ম্যাচ খেলার ধকল কাটিয়ে উঠতেই শাহীনের এই বিশ্রাম।

ওইদিকে পারিবারিক সমস্যার কারণে লিসেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান। একটি বিবৃতিতে রিজওয়ানের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে সাসেক্স। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কঠিন সময়ে রিজওয়ান এবং তার পরিবারকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি জানাচ্ছি।’

হ্যামস্ট্রিং ইনুজুরিতে পরেছেন বাহাতি পেসার মোহাম্মদ আমির। সামরসেটের বিপক্ষে ম্যাচে থাকছেন না তিনি। এই প্রসঙ্গে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়ে, ‘কয়েক বছর ধরে লাল বলের ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। গ্লুচেস্টারশায়ারের হয়ে অল্প সময়ের মধ্যে প্রচুর বোলিং করায় তার বিশ্রাম প্রয়োজন।’

আমির ছাড়াও ইনজুরিতে পড়েছেন  গ্লুচেস্টারশায়ারের কয়েকজন খেলোয়াড়। তাদের মধ্যে ক্রিস ডেন্ট ও বেন চার্লসওয়ার্থ ভুগছেন পায়ের ইনজুরিতে। ডেভিড পেইনের গোড়ালির সমস্যা। সব মিলিয়ে বেশ ভালোই ঝামেলায় আছে তারা।

ওইদিকে বিশ্রাম ও ইনজুরিতে থাকা খেলোয়াড়দের বদলি হিসেবে স্বল্পমেয়াদে কয়েকজনকে স্বাক্ষর করিয়েছে দলগুলো। নতুন চুক্তি করা খেলোয়াড়রা হলেন জ্যাকব বেথেল (ওয়ারউইকশায়ার, এক সপ্তাহ), ব্র্যাড হুইল (হ্যাম্পশায়ার, দুই সপ্তাহ) এবং জ্যাক চ্যাপেল (নটিংহামশায়ার, এক মাস)।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

কাউন্টিতে পাকিস্তানি মাসুদের ডাবল শতক 

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের অভিষেক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন শান মাসুদ।

মাইনর কাউন্টিতে সেঞ্চুরি করলেন আশরাফুল

কাউন্টি ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে সে়ঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল

রিজওয়ানের বল দেখে অবসরের চিন্তা আফ্রিদির!

পাকিস্তান ক্রিকেটে বর্তমানে অন্যতম ভরসার নাম মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদি৷ ইতিমধ্...