ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ২০:৪৮

দলে ফিরেছেন এবাদত। ফাইল ছবি দলে ফিরেছেন এবাদত। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ঘণ্টাখানেক আগেও বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনালে খেলার স্বপ্ন ভাগ্য দুলছিল পেন্ডুলামের মতো। নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা পঁচা শামুকে পা কাটতেই সেই সম্ভাবনাটাও এখন হয়ে গেল জোড়ালো। জিতলেই শেষ চার নিশ্চিত, হারলেই ছিটকে যাবে বিশ্বকাপ থেকে। এমন সমীকরণ মাথায় অঘোষিত কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ। 

ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে টস। যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে তিন পরিবর্তন। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হতে যাচ্ছে সকাল দশটায়।

ভারত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, শরিফুল ইসলাম। এদিকে ইনফর্ম পেসার হাসান মাহমুদও খেলছেন না এই ম্যাচে। তাদের বদলে দলে এসেছেন যথাক্রমে সৌম্য সরকার, নাসুম হোসেন এবং এবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শান মাসুদ, মোহাম্মদ ওয়াশিম।

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...