ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ফিটনেসে ঘাটতি থাকলে একাদশ থেকে সরে দাঁড়াবেন ফিঞ্চ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২ ০৩:১৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সেমিফাইনালে যেতে আফগানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই স্বাগতিক অস্ট্রেলিয়ার। এই ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন অজি অধিনায়ক। শতভাগ ফিট না থাকলে ম্যাচ না খেলানোর কথা জানিয়েছেন ফিঞ্চ। 

 

অ্যারন ফিঞ্চ বলেন, 'আমার ব্যাপারটা হচ্ছে ৭০-৩০ এর মতো। ম্যাচের আগে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমি বিকেলে আবার পরীক্ষা করাব যেন আমার দল কোনো বিড়ম্বনায় না পড়ে। বিষয়টিকে আমি কঠিন করে তুলব না।'

 

ফিঞ্চ যোগ করেন,'আমি যদি দেখি ফিটনেসে ১ শতাংশ কমতি আছে আমার, তাহলে খেলব না। হ্যামস্ট্রিংয়ে যদি আমি আত্মবিশ্বাসী না হই, তাহলে আমি খেলব না। এটাই আজকে আমি চেষ্টা করব। দেখব আমি কোনো ব্যাথা অনুভব করি কিনা, ব্যাথা পেলে খেলব না।'


মূলত হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন ফিঞ্চ। এখন পর্যন্ত পুরো আসরেই এই চোট নিয়ে খেলেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১১ বলে ১৩, শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ বলে অপরাজিত ৩১ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৪ বলে ৬৩ রান করেছেন তিনি।

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...