ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

তাসকিন কেন টানা ৪ ওভার করলেন? জানালেন সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২ ০৬:৪৬

তাসকিন আহমেদ। ফাইল ছবি তাসকিন আহমেদ। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ সাত বছর আগে অ্যাডিলেডে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ দল। বুধবার একই রকম জয়ের আনন্দ পেতে যাচ্ছিল টাইগাররা। খুব কাছাকাছি গিয়েও আশাহত হতে হয়েছে দলটাকে। বুধবার বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে বাংলাদেশ দল।

তবে শক্তিশালী ভারতের বিরুদ্ধে বেশ চোখে চোখ রেখে লড়েছে টাইগাররা। ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে লিটন দাসের হাফ সেঞ্চুরিতে দারুণ শুরু পায় সাকিব আল হাসানের দল। পরে বৃষ্টিতে বন্ধ হয় ম্যাচ। বৃষ্টির পরে খেলা শুরু হতেই পথ হারায় বাংলাদেশ। ১২ বলে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দলটি। বৃষ্টি আইনে ১৬ ওভারে ১৫১ রানের টার্গেটে ৬ উইকেটে ১৪৫ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ।

শেষ বলে হারলেও ম্যাচটা উপভোগ্য ছিল মনে করেন বাংলাদেশের অধিনায়ক। ম্যাচের পর সাকিব বলেন, ' আমরা যখন ভারতের বিপক্ষে খেলি, তখন আমরা প্রায় চলে এসেছি কিন্তু আমরা লাইন শেষ করি না। উভয় দলই এটি উপভোগ করেছে, এটি একটি দুর্দান্ত খেলা ছিল এবং আমরা এটাই চেয়েছিলাম। শেষ পর্যন্ত কাউকে জিততে হয় আবার কাউকে হারতে হয়।'

বোলিংয়ের শুরুতে ইনফর্ম তাসকিন আহমেদকে দিয়ে টানা ৪ ওভার বোলিং করিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি এ পেসার। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়েছেন তিনি। 

ম্যাচ শেষে তাসকিনকে টানা বোলিং করানোর প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘ভারতের শীর্ষ চারের দিকে তাকালে দেখা যাবে, তারা খুবই বিপজ্জনক। আমাদের পরিকল্পনা ছিল তাদের টপ চারের উইকেট তুলে নেওয়ার এবং সেজন্যই আমরা তাসকিনকে টানা বোলিং করেয়েছি। দুর্ভাগ্যবশত সে উইকেট নিতে পারেনি কিন্তু খুব মিতব্যয়ী ছিল।'

অ্যাডিলেডে আগামী ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারতের কাছে হার ভুলে শেষ ম্যাচেই মনোযোগী সাকিব,‘বাংলাদেশ অধিনায়কের লক্ষ্য সামনের ম্যাচ,‌' এই বিশ্বকাপে আমরা খুব রিল্যাক্স হয়েছি এবং ক্রিকেট নিয়ে খুব বেশি কথা বলছি না। আমাদের আরও একটি ম্যাচ বাকি আছে এবং আমরা তাতে মনোনিবেশ করতে চাই।'

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...