ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রিসবেনে নেমেই গ্যাবার উইকেট দর্শনে টাইগাররা

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ০৭:১১

বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি বাংলাদেশ ক্রিকেট। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ হোবার্টের উচ্ছ্বাস থেমে গেছে সিডনিতে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাওয়া জয়ের আত্মবিশ্বাস দক্ষিণ আফ্রিকার কাছে হারিয়ে গেছে। প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত হয়ে সিডনি ছেড়েছে বাংলাদেশ দল। শুক্রবার সিডনি ছেড়ে ব্রিসবেনে গিয়েছে টাইগাররা। 

বিশ্বকাপ খেলতে এসে অস্ট্রেলিয়ার ব্রিসবেনেই শুরুর সময়টা কাটিয়েছে বাংলাদেশ দল। অনুশীলন, প্রস্তুতি ম্যাচ খেলেছে এখানকার অ্যালান বোর্ডার ফিল্ডে। তবে ব্রিসবেনের ঐতিহ্যবাহী ভেন্যু গ্যাবায় পা পড়েনি সাকিব-লিটনদের। 

শুক্রবার ব্রিসবেনে আবারও ফিরে এসেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এখানে আগামী ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে সাকিব বাহিনী। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে জিততেই হবে জিম্বাবুয়ের বিরুদ্ধে। যদিও পাকিস্তানের সঙ্গে ১ রানের দুর্দান্ত জয়ে উড়ছে সিকান্দার রাজা-ক্রেইগ আরভিনদের দল। 

সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে শুক্রবার দুপুরে ব্রিসবেনে নেমে সরাসরি টিম হোটেলে যায়নি বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে সোজা গ্যাবা স্টেডিয়ামে গিয়েছেন কোচ, ক্রিকেটার, কর্মকর্তারা।

গ্যাবার উইকেট দেখাই মূল উদ্দেশ্য। তাতে অনেক উপকৃত হবে দল, এটা বলা কঠিন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে, এমন একটা সিরিয়াসনেস দলের মাঝে দেখা যাচ্ছে। তাই ব্রিসবেনে এসেই পুরো দল গ্যাবার উইকেটে চোখ বুলিয়ে নিল। আগামীকাল শনিবার গ্যাবায় অনুশীলনে করবে সাকিব বাহিনী।

চলমান বিশ্বকাপে দারুণ খেলছে জিম্বাবুয়ে। প্রথম রাউন্ড পার হয়ে সুপার টুয়েলভ পর্বে উন্নীত হয়েছে তারা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পর পাকিস্তানকে হারিয়ে চাঙ্গা দলটি। 

বাংলাদেশের জন্য তাই জিম্বাবুয়েকে হারানোও কঠিন কর্ম হবে। উল্লেখ্য, টি-২০ তে দুই দলের শেষ সিরিজেও বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...