ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমি খেলতে চায় আয়ারল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ০৪:১৩

আয়ারল্যান্ড ক্রিকেট দল। ছবি সংগৃহীত আয়ারল্যান্ড ক্রিকেট দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বৃষ্টির রাজত্বে জমে উঠেছে গ্রুপ-১ এর পয়েন্ট টেবিল। বিশেষ করে বেশ কয়েকটি ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া-চার দলের পয়েন্ট এখন সমান ৩ করে। যার ফলে প্রত্যেকের সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার। সেই সুযোগ কাজে লাগাতে চায় আয়ার‌ল্যান্ড অধিনায়ক। আগামী ম্যাচের তদের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। 


আইরিশ অধিনায়ক বালবির্নি বলেন, ‘দল হিসেবে আমরা বিশ্বাস করি, আমরা তাদের হারাতে পারব। আমরা জানি সেই দিনটায় আমাদের খুব ভালো খেলতে হবে। তবে দল হিসেবে সেই চ্যালেঞ্জটা নিতে আমরা খুবই রোমাঞ্চিত।’

 

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি আইনে ৫ রানের জয়ে আত্মবিশ্বাস বেড়েছে দলের। অধিনায়ক বলেন, ‘আমরা বিশ্বাস করি আমরা পারব। বুধবারের ফলাফল (ইংল্যান্ডের বিপক্ষে জয়) আমাদের সেই বিশ্বাস বাড়িয়েছে। আমরা আমাদের সেরাটা না খেলেও ইংল্যান্ডের মতো ভালো দলকে হারিয়েছি। এটা একটা ইতিবাচক দিক।’

 

 

যে দল বিশ্বাস করে না সেমিফাইনালে খেলা সম্ভব, সেই দলের অংশ হতে চান না বালবির্নি। তার ভাষায়, ‘আমি এমন কোনো দলের অংশ হবো না যারা বিশ্বাস করবে না আমরা সেটা পারি (সেমিতে খেলা)। যদি এমন কিছু হয়, তবে সেই দলের অংশ হওয়া খুবই খারাপ অনুভূতি হবে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...