ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও পরিত্যক্ত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২২ ০২:১৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপকে বিরক্তিকর হিসেবে অভিহিত করছেন ক্ষুব্ধ দর্শকরা। দর্শকদের এমন কথার পেছনে অবশ্য যৌক্তিক কারনও রয়েছে। কেননা বৃষ্টির আধিপত্যে ঠিক মত হচ্ছে না ম্যাচগুলো। 

শুক্রবার দিনের দুটি খেলায় পরিত্যাক্ত হয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মহারণ দেখার অপেক্ষায় ছিল মাঠ ও মাঠের বাইরে অসংখ্য ক্রিকেট প্রেমী। তবে বৃষ্টির কারনে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে টসও হতে পারেনি। পয়েন্ট ভাগাভাগি করেছে ক্রিকেটের দুই পরাশক্তি। যাতে আখেরে লাভ হয়েছে অস্ট্রেলিয়ার।


দিনের প্রথম ম্যাচ ছিল আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের মধ্যে। বৃষ্টিতে একটি বলও মাঠে গড়ায়নি। দুই দল পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছে। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...