ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রোটিয়াদের কাছে বাংলাদেশের বড় হার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২ ২২:৫৪

বড় ব্যবধানে হারল বাংলাদেশ। গেটি ইমেজ বড় ব্যবধানে হারল বাংলাদেশ। গেটি ইমেজ

স্পেশাল করেসপন্ডেন্ট: বৃষ্টির কারণে জিম্বাবুয়ের কাছে পয়েন্ট হারিয়ে রীতিমতো তেতে ছিল দক্ষিণ আফ্রিকা। হন্যে হয়ে জয়ের সন্ধানে থাকা প্রোটিয়াদের থামাতে পারেনি বাংলাদেশ। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিংয়ে রাইলি রুশো সেঞ্চুরিতে দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। পরে বল হাতেও বাংলাদেশের ব্যাটিং লাইন গুড়িয়ে দিয়েছে প্রোটিয়া বোলাররা। 

সিডনিতে সুপার টুয়েলভের গ্রুপ-২’র ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। 

প্রোটিয়াদের দেয়া ২০৬ রানের টার্গেটে খেলতে নেমে প্রথম ওভারে সৌম্য সরকার দুটি ছক্কা মেরে পাল্টা লড়াইয়ের আভাস দিয়েছিলেন। যদিও সেটি থামাতে সময় লাগেনি প্রোটিয়াদের। তৃতীয় ওভারেই নরকিয়ার গতির তোড়ে সাজঘরে ফিরেন সৌম্য, শান্ত। তারপর নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে বাংলাদেশের। ১৬.৩ ওভারে ১০১ রানে অলআউট হয় সাকিব বাহিনী।

একমাত্র লিটন কিছুক্ষণ উইকেটে টিকে ছিলেন। সর্বোচ্চ ৩৪ রান করেছেন তিনি। এর বাইরে সৌম্য ১৫, মিরাজ ১১, তাসকিন ১০, মুস্তাফিজ অপরাজিত ৯, সাকিব ১, আফিফ ১, মোসাদ্দেক ০, সোহান ২ রান করেন। প্রোটিয়াদের পক্ষে নরকিয়া ১০ রানে ৪টি, শামসি ৩টি, রাবাদা-মহারাজ ১টি করে উইকেট নেন। 

সিডনিতে বৃহস্পতিবার আগে ব্যাট করে ৫ উইকেটে ২০৫ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। রাইলি রুশো, কুইন্টন কক ব্যাটের আগুনে পোড়ান বাংলাদেশকে। তারা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েন।

যদিও ইনিংসের ষষ্ঠ বলে টসে জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে (২) ফেরান তাসকিন। পর থেকেই রুশো-ডি ককের ব্যাটিং ঝড় শুরু। মুস্তাফিজ, মোসাদ্দেক ছাড়া সব বোলারকেই বেধড়ক পিটিয়েছেন তারা। রুশো ৩০ বলে, ডি কক ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেন। ৎ

তাদের ১৬৮ রানের জুটিটা ভাঙে ১৫তম ওভারে। আফিফের বলে সৌম্যর হাতে ক্যাচ দেন ডি কক। তিনি ৩৮ বলে ৬৩ রান (৭ চার, ৩ ছয়) করেন। ১৭তম ওভারে ত্রিস্টান স্টাবসকে (৭) ফেরান সাকিব। ওই ওভারেই ৫২ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন রুশো। টি-২০ তে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পেলেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। এর আগের ম্যাচে ভারতের বিপক্ষে গত ৪ অক্টোবর ইন্দোরে সেঞ্চুরি করেছিলেন রুশো।

১৯তম ওভারে সাকিবের বলে ক্যাচ দেয়ার আগে রুশো ৫৬ বলে ১০৯ রান করেন তিনি। যেখানে ৭টি চার ও ৮টি ছক্কা ছিল। শেষ ওভারে মার্করামকে (১০) আউট করেন হাসান মাহমুদ। বাংলাদেশের সাকিব ২টি, তাসকিন, হাসান মাহমুদ, আফিফ ১টি করে উইকেট নেন। সেঞ্চুরিয়ান রুশো ম্যাচ সেরা হন।

 

নট আউট/এমজেএ/টিএ 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...