ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সৌম্যের পারফরম্যান্সে বিরক্ত ওয়াসিম আকরাম!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২ ২০:৪৮

ফাইল ছবি। ফাইল ছবি।

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের জয়ের পর অনেকের আলোচনায় থাকছে দল এবং ক্রিকেটাররা। বিশেষ করে কথা বলেছেন পাকিস্তানের সাবেক গ্রেট শোয়েব মালিক, মিসবাহ উল হক ও ওয়াসিম আকরাম। মালিক পরামর্শ দিয়েছেন ধারাবাহিকতা রক্ষার, মোসাদ্দেকের ব্যাটিং পজিশন নিয়ে কথা বলেছেন মিসবাহ। অপরদিকে ওয়াসিম আকরাম কথা বলেছেন সৌম্যের পারফরম্যান্স নিয়ে। অবশ্য এই ওপেনারের পারফরম্যান্সে নারাজ ওয়াসিম। 

 

ওয়াসিম বলেন, 'বাংলাদেশের ব্যাটিংয়ের যদিও আরও একটু গভীরে যাই শান্তকে আমি অনেকদিন ধরে দেখছি। সে ২০ বলে ২৫ রান করেছে। সৌম্য সরকার যে তিন নম্বরে ব্যাটিং করে (নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাটিং করেছে)। ক্যারিয়ারে সে দুই, তিন , চার নম্বরে খেলেছে।'

 

বাংলাদেশ ও এই দেশের খেলোয়াড়দের নিয়ে ওয়াসিম ভালোই খোঁজ খবর রাখে। কেননা সৌম্যের বাজে পারফরম্যান্স বিভিন্নভাবে ধরিয়ে দিয়েছে আলোচনায়। এছাড়াও ক্যারিয়ার প্রায় ১০ বছরের হলেও প্রত্যাশা অনুযায়ী তিনি খেলতে পারছেন না বলেই মনে করেন সাবেক এই পাকিস্তানি পেসার।

 

 

ওয়াসিম বলেন, 'ওপেনিংয়ে, ওয়ান ডাউনে, মিডল অর্ডার, সব জায়গায় খেলেছে। তার রেকর্ড খুব ভালো না। আমি যদি তার রেকর্ডের দিকে তাকাই, ১৬ ইনিংসে সে ২৫১ রান করেছে, যেখানে গড় ১৫ এর একটু উপরে, স্ট্রাইক রেট ১১২। এটা তার ক্যারিয়ার গড়। ১০ বছর ধরে তো সে খেলতেই পারছে না।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...