ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

এমন কিছু হবে, যা কখনো হয়নি

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২ ০৫:৪১

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ আইসিসি টি-২০ বিশ্বকাপ মানেই বাংলাদেশের জন্য তিক্তকর স্মৃতি। গত সাত আসরে ২৫ ম্যাচ খেলে মাত্র সাতটি জয়। আসলে এ ফরম্যাটটাই টাইগারদের জন্য কঠিন মঞ্চ। বিশ্বকাপে বলার মতো জয় এসেছে ২০০৭ সালে। বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল মোহাম্মদ আশরাফুলের দল।


তারপর থেকে ১৫ বছরে যন্ত্রণাক্লিস্ট বিশ্বকাপ মিশন চলছে। এবার অবশ্য অস্ট্রেলিয়ায় প্রথম রাউন্ড নয় সরাসরি সুপার টুয়েলভ পর্বে খেলছে বাংলাদেশ। কিন্তু এবারও বিশ্বকাপ শুরুর আগে নড়বড়ে টাইগাররা। কারণ শেষ ৫টা টি-২০ ম্যাচেই জয় নেই।


তারপরও অস্ট্রেলিয়ায় অতীতকে ছাড়িয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেছেন, অতীতে কখনো হয়নি, এমন কিছুই করে দেখাবে বাংলাদেশ।


আগামীকাল সোমবার হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী। সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।


হোবার্টে রোববার সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘এখানে আমরা একটা বিশ্বকাপ খেলতে এসেছি, বাংলাদেশের হয়ে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এমন একটা ফরম্যাট যেখানে আমরা কখনোই অতটা ভালো করিনি। তবে আমি বিশ্বাস করি এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে, যেটা আমরা এর আগে কোনো বিশ্বকাপে করিনি।’


শুধু নেতৃত্ব নয়, অলরাউন্ডার হিসেবেও পারফর্ম করতে হবে সাকিবকে। দলের অনেক প্রত্যাশা তার কাছে। সেই চ্যালেঞ্জ নিয়ে বাঁহাতি এ অলরাউন্ডার বলেছেন, ‘যদিও আমি এ ধরনের কখনও কোনো চিন্তা করিনি যে আমার কোনো চ্যালেঞ্জ আছে এবং যে চ্যালেঞ্জটা আমার নিতে হবে কিংবা আমার কিছু প্রমাণ করতে হবে।’


সুপার টুয়েলভ পর্বে গ্রুপ-২ তে পাঁচটা ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সব প্রতিপক্ষের জন্যই একই ধরনের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। সাকিব বলেন, ‘বিশ্বকাপে আমরা নিশ্চিত যে পাঁচটা ম্যাচ আছে, এই পাঁচটা ম্যাচের প্রস্তুতি আমরা নিয়ে এসেছি। এখানে আমরা যার সঙ্গেই খেলি, আমাদের প্রস্তুতি একই রকম থাকবে। সেটা নেদারল্যান্ডস, পাকিস্তান, ভারত, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা সবার সঙ্গে একই থাকবে। প্রস্তুতি বা চিন্তাতে কোনো পরিবর্তন আসবে না।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...