ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অংশগ্রহণ নয়, ম্যাচ জিততে এসেছি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২ ২১:১৩

আফগানিস্তান ক্রিকেট দল। ছবি সংগৃহীত আফগানিস্তান ক্রিকেট দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বজুড়ে টি-টোয়েন্টি খেলে বেড়ানোর অভিজ্ঞতায় সমৃদ্ধ আফগানিস্তান ক্রিকেট দল। ক্রমশ এই সংস্করণে ভালো করছে দলটি। সবশেষ এশিয়া কাপেও দারুণ ক্রিকেটটাই খেলেছিল মোহাম্মদ নবীর দল। এবারের বিশ্বকাপে ভালো করার লক্ষ্যের কথা জানিয়েছে আফগান ব্যাটিং কোচ জোনাথান ট্রট।

 

ট্রট বলেন, ‘আশা করি, আমাদেরকে এখন কেবল বিপজ্জনক নয়, এমন দল হিসেবে দেখা হয় যারা প্রতিদ্বন্দিতা করে পরের ধাপে যাওয়ার ধারাবাহিকতা দেখায়। আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, ম্যাচ জিততে এসেছি।’ 

 

আফগানিস্তানের বড় শক্তির জায়গা তাদের স্পিন বিভাগ। বিশেষ করে নবী,রশিদ,মুজিব-উর যে কোন দলের বিপক্ষে হুমকির কারন। এছাড়াও পেসার ফজল হক ফারুকীর নতুন বলে দূর্দান্ত স্পেল ও ব্যাট হাতে পাওয়ার-প্লেতে দ্রুত রান তুলতে পারার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে ম্যাচ জয়ের সম্ভাবনা। 

দলের ব্যাটারদের নিয়ে ট্রট বলেন, ‘হ্যাঁ! অবশ্যই (যথেষ্ট ব্যাটসম্যান রয়েছে)। ভালো একটা ভিত গড়ে দেওয়ার জন্য ওপেনারদের দিকে তাকিয়ে আছি। এরপর তিন নম্বরে ইব্রাহিম আছে। এছাড়া আমাদের বেশ কয়েকজন তরুণ রোমাঞ্চকর খেলোয়াড় রয়েছে। তারা নবি, রশিদ বা মুজিবের মতো পরিচিত নাম নয়; তবে তাদের সম্ভাবনা রয়েছে। আশা করি, তারা সবার নজর কাড়বে এবং আমাদের অনেক ম্যাচ জেতাবে।’

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...