বিশ্বকাপে স্বাগতিকদের ট্রাম্প কার্ড ওয়েড
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ০৬:২২
নট আউট ডেস্কঃ গেল বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করার বড় কারিগর ডেভিড ওয়ার্নার হলেও দলকে ফাইনালে নিয়ে যাওয়ার কাজটিই করেছিলেন উইকেট রক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। এবারেও আসরেও দলের ট্রাম্প কার্ড হবেন তিনি এমনটি বিশ্বাস করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার মাইকেল বেভান।
ওয়েড প্রসঙ্গে ভন বলেন, 'চাপের মধ্যে সে (ম্যাথু ওয়েড) দারুণ কিছু ইনিংস খেলেছে। ওয়েড যেখানে ব্যাটিং করে তা দল এবং তার নিজের জন্য খুবই ভালো দিক, আশা করছি অস্ট্রেলিয়ার নির্বাচকরা এদিকে নজর রাখবে।'
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুন ছন্দে রয়েছেন ওয়েড। গেল বিশ্বকাপের আগে ছন্দহীন ওয়েড যদি হতে পারেন দলের বিপদের বন্ধু তবে সেই বিবেচনায় এবার তিনিই বড় আস্থা। শেষ দিকে কার্যকর ইনিংসে দলকে নিয়ে যেতে পারেন জয়ের বন্দরে। এছাড়াও এবারের আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতেই। ঘরের মাঠের কন্ডিশন ভালোই চেনা রয়েছে তার।
ওয়েড প্রসঙ্গে বেভান আরও বলেন, 'তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ঘরের মাঠের সুবিধা পাবে। আমি জোর দিয়ে এটা বলতে পারি যে, অস্ট্রেলিয়ার সামনে বিশ্বকাপ জেতার যথেষ্ট সুযোগ আছে।'
-নট আউট/এমআরএস
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন
শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...
হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...
আপনার মূল্যবান মতামত দিন: