ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সাইমন্ডসের মৃত্যুতে শোকস্তব্ধ সতীর্থরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২২ ০১:৫৩

সায়মন্ডসের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ফাইল ছবি সায়মন্ডসের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলেন বিশ্বকাপজয়ী অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। গতকাল (শনিবার) রাতে কুইন্সটাউনের টাউন্সভিলে ঘটে এই মর্মান্তিক ঘটনা। আর তাতেই মাত্র ৪৬ বছর বয়সে ওপারে পাড়ি জমালেন দুই বারের বিশ্বকাপজয়ী এই সাবেক অজি তারকা।

গত মার্চে কিংবদন্তি শেন ওয়ার্নের রহস্যজনক মৃত্যু নাড়িয়ে দিয়েছিল বিশ্ব ক্রিকেটাঙ্গকে। এবার সেই শোক সামলে উঠার আগেই ওয়ার্নের পথের যাত্রী হলেন সাইমন্ডসও। আগামী মাসেই জীবনের ৪৭তম বসন্তে পা রাখতে যাওয়া এই অজি তারকার বন্ধ হয়েছে জীবন ঘড়ি। সায়মন্ডসের চলে যাওয়া তাই মানতে পারছেনা সতীর্থরা। নেমে এসেছে তাই শোকের ছায়া। 

তবে সতীর্থ ও প্রিয় বন্ধু অ্যাডাম গিলক্রিস্টের শোকটা অন্য সবার চাইতে একটু বেশিই। খেলোয়াড়ি জীবনে এই জুটিই ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। সাঅমন্ডসের মৃত্যুতে তাই আবার শোক বার্তা জানিয়েছেন গিলিই। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এটা খুবই হৃদয়বিদারক। শান্তিতে থাকো রয়।’

অন্য আরেকটি টুইটে তিনি আরও লিখেন, ‘আমাদের সবার অনুগত, মজাদার এবং ভালোবাসার বন্ধু যে আপনার জন্য যেকোনো কিছুই করতে পারবে সেটি রয়।’

এদিকে আরেক সতীর্থ সাবেক অজি পেসার জেসন গিলেস্পি লিখেন, ‘জেগে ওঠার জন্য ভয়াবহ খবর। একেবারে বিধ্বস্ত হওয়ার মতো। আমরা সবাই তোমাকে মিস করব বন্ধু।

সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আকতারের সঙ্গে সাকমন্ডসের স্নায়ুযুদ্ধ চলেছিল ক্যারিয়ারের একেবারে শেষটা পর্যন্তই। তাই তো সাইমন্ডসের অকালে চলে যাওয়া মেনে নিতে পারেনি এই গতি তারকা। টুইট বার্তায় শোয়েব লিখেন, ‘অস্ট্রেলিয়ায় একটি গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সায়মন্ডস মারা যাওয়ার খবর শুনে আমি বিধ্বস্ত। মাঠে এবং মাঠের বাইরে আমাদের দারুণ সম্পর্ক ছিল। তার পরিবারের জন্য চিন্তিত এবং প্রার্থনা করি।’

সাইমন্ডসের অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছে বাংলার ক্রিকেটকেও। চট্টগ্রামে আজ থেকে শুরু হওয়ার বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রথম টেস্ট শুরুর আগে এই তারকাকে শ্রদ্ধার সঙ্গে করা হয় স্মরণ। এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ, এছাড়া সাইমন্ডসের স্মরণে কালো ব্যাজ লাগিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। 

উল্লেখ্য, খেলোয়াড়ি জীবনে সাইমন্ডস ছিলেন অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য। দেশের হয়ে ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপ জিতেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ২৬টি টেস্ট, ১৯৮টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন সাইমন্ডস। তিন ফরম্যাটে সবমিলিয়ে রান করেছেন প্রায় ৭ হাজার। এছাড়া বল হাতেও নিয়েছেন ১৬৫টি উইকেট। 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

সাইমন্ডস না পারলেও, বেঁচে ফিরেছে তার দুই কুকুর

কুকুরটি সাইমন্ডসকে রেখে কোথাও যেতে চাচ্ছিল না। সাইমন্ডসের কাছ থেকে ওকে সরাতে গেলেই গর...

সাইমন্ডসের মৃত্যুতে শোকস্তব্ধ সতীর্থরা

মাত্র ৪৬ বছর বয়সে ওপারে পাড়ি জমালেন দুই বারের বিশ্বকাপজয়ী এই সাবেক অজি তারকা

চেষ্ঠা করেও সাইমন্ডসকে বাঁচাতে পারেননি পথচারী টাউন...

অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলছে দুঃসময়৷ তবে এটি ব্যাট কিংবা বলের লড়াইয়ে নেই৷ কয়েক মাসের ব...