ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

লড়াইহীন পরাজয়েও 'ইতিবাচক দিক' খুঁজে পেয়েছেন সাকিব!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ০৩:২৯

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইহীন হারেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। নুরুল হাসান সোহানের বিধ্বংসী ইনিংস ছাড়া বাকিদের নিয়ে প্রশংসা করার সুযোগও খুব একটা নেই এই ম্যাচ ঘিরে। 

 

ম্যাচ হারের পর সাকিব বললেন, ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। তবে দলের বোলিং-ফিল্ডিং নাকি ভালো ছিল- যা ইতিবাচক।


বাংলাদেশ অধিনায়ক বলেন, 'ভেবেছিলাম তাদের স্পিনাররা এই ব্যবহৃত উইকেটে ভালো বোলিং করবে। আমরা ভালোই শুরু করেছিলাম, বড় শট খেলারও চেষ্টা করেছি। মাঝামাঝিতে দুটি উইকেট হারিয়ে মোমেন্টাম আর ফিরে পাইনি। উপরের দিকের চারজনের মধ্যে দুই জনই ১৫-১৬ ওভার পর্যন্ত খেলেছে। আমরা চেষ্টা চালিয়ে যাব। সামনে কিছু খেলা আছে, সেগুলি ডে ম্যাচ এবং আমাদের জন্য আরও ভালো হতে পারে। '

 

দলের তিন নম্বর পজিশনে সাকিব খেললেও এদিন সাকিবের জায়গা হয়েছে সাত নম্বরে। এ নিয়ে সমর্থকদের মনে ভিন্ন ভাবনা কাজ করলেও এমন পজিশনের কারন স্পষ্ট করেছেন অধিনায়ক নিজেেই। 

নিজের পজিশন নিয়ে সাকিব বলেন, 'আমি ওপরের দিকেই ব্যাটিংয়ে নামতে পারতাম, কিন্তু যেহেতু দুই স্পিনার বোলিং করছিল, তাই আমরা লেফট-রাইট কম্বিনেশনের কথা ভেবেছি। দুটি ম্যাচেই আমাদের বোলাররা ভালো করেছে এবং ফিল্ডিংও ভালো ছিল। এসব ইতিবাচক দিক তো আছেই। ব্যাটিং নিয়ে আরও কাজ করতে হবে। ম্যাচ হারতে থাকলে এনার্জি লেভেল উঁচুতে রাখা কষ্টকর হয়ে দাঁড়ায়। সামনে বিশ্বকাপ আছে, এবং আমরা মোমেন্টাম তৈরি করতে চাই।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...