ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

ফলাফল নিয়ে না ভাবলেও ম্যাচ হেরে হতাশ সোহান!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২ ০৩:১৬

নুরুল হাসান সোহান। ছবি সংগৃহীত নুরুল হাসান সোহান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হার ২১ রানের। এই সিরিজের ট্রফি উন্মোচনের দিনে সাকিবের ডেপুটি নুরুল হাসান সোহান বলেছিলেন ফলাফল নিয়ে ভাবেন না তিনি। তবে প্রথম ম্যাচ হারের পর জানিয়েছেন হতাশ সকলে। 

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোহান বলেন, ‘আমরা হতাশ। উইকেট ভালো ছিল, আমাদের বোলাররা ভালো করেছে। আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। মাঝের ব্যাটিং বিপর্যয়টাই আমাদের ভুগিয়েছে। লিটন-আফিফ-ইয়াসির ভালো ব্যাটিং করেছে। তবে যেটা বললাম, আমাদের উন্নতি করতে হবে। ’

 

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত খুব একটা মন্দ হয়নি। মুস্তাফিজুর রহমানের স্পেল বাদ দিলে দারুণ বল করেছে তাসকিন,মিরাজরা। ১৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার ব্যাটাররা ডট বল খেলেছে ৫২টি। 

১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩তম ওভারে ২ উইকেটে ৮৭ রান ছিল বাংলাদেশের। এরপর ১০১ রানের মধ্যেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ দিকে ইয়াসির আলী রাব্বির ২১ বলে অপরাজিত ৪২ রানের কল্যাণে ১৪৬ রান পর্যন্ত যেতে পারে টাইগাররা। রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...