ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৪ ১৪:১১

মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা নিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। ইনজুরি নিয়েই বিপিএল চালিয়ে যাওয়ায় বিতর্কিতও হতে হচ্ছে তাকে। এর মাঝেই তার দল সিলেট স্ট্রাইকার্স পাঁচ ম্যাচ খেলে হেরেছে সবকটিতেই। তাতেই সমালোচনার পারদটা বেড়েছে আরও কয়েকগুণ। এবার এসব বিতর্কের মাঝেই বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবেক টাইগার কাপ্তান।

জাতীয় সংসদে হুইপের দায়িত্বর কারণে বিপিএল থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি। দ্বাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হুইপের দায়িত্ব পেয়েছেন তিনি। রাজনৈতিক ব্যস্ততায় তাই টুর্নামেন্টের মাঝপথেই বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন মাশরাফি। 

মাশরাফির অনুপস্থিতিকালীন দলের নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আজ বুধবার দলের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে৷ তবে সাময়িক বিরতিতে গেলেও, সুযোগ পেলে মাশরাফি ফের ফিরবেন বিপিএলে জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...