ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

পাঁচ হারের পরও বিশ্বাস হারাতে নারাজ হাওয়েল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৪ ১১:৩১

বেনি হাওয়েল। ফাইল ছবি বেনি হাওয়েল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চমক জাগানিয়া পারফরম্যান্স উপহার দিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। সেবার নিজেদের খেলা প্রথম পাঁচ ম্যাচেই দলটি তুলে নিয়েছিল জয়। বিপিএলের দশম আসরে অবশ্য দেখা গেছে ভিন্ন চিত্র। চলমান আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবকটিতেই হারের স্বাদ পেয়েছে মাশরাফির দলটি। প্লে-অফে খেলার সম্ভাবনাও তাই অনেকটা কমে এসেছে দলটির।

গতকাল (মঙ্গলবার) রাতে বরিশালের বিপক্ষে ৪৯ রানের বড় হার সঙ্গী হয়েছে সিলেট স্ট্রাইকার্সের। টানা পাঁচ ম্যাচে পাঁচ হার, স্রেফ এমন বাজে শুরু এর আগে একবারই হয়েছিল সিলেটের। সেটাও অবশ্য এক যুগ আগে ২০১২ সালে। বিপিএলের উদ্বোধনী আসরে প্রথম সাত ম্যাচে টানা সাত হারের পর পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিদায় নেয় তৎকালীন সিলেট রয়্যালস।

বিপিএলের এবারের আসরে এখনও সিলেটের বাকি সাত ম্যাচ। প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আর একটা ম্যাচেও হারলে চলবে না দলটির। দলের প্রতি তাই এখনই বিশ্বাস হারাতে চায় না সিলেটের বিদেশি তারকা বেনি হাওয়েল। তার বিশ্বাস ঘুরে দাঁড়াবে সিলেট। টানা পাঁচ হারের পর বরিশালের বিপক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হাওয়েল বলেন, ‘হ্যাঁ অবশ্যই (ঘুরে দাঁড়াবে সিলেট স্ট্রাইকার্স), আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আমরা অবশ্যই হতাশ। অবশ্যই টানা পাঁচ ম্যাচ হারতে চাইনি। কেউই তা চায় না। আমরা এখন ঘুরে দাঁড়াতে চাই। আমাদের শুধু পরিকল্পনাটা ঠিকঠাক মতো বাস্তবায়ন করতে হবে।’

আমরা অবশ্যই পাঁচ ম্যাচে পাঁচটি হারতে চাইনি। এটি আদর্শ কিছু নয়। তবে এখনও সব শেষ হয়ে যায়নি। বিভিন্ন ম্যাচে আমরা যেসব জিনিস ঠিক করছি, সেগুলো সব একই ম্যাচে করতে হবে আমাদের। আশা করি, পরের ম্যাচেই আমরা সেটি করতে পারব। সামনের কথাই এখন ভাবতে হবে।’ যোগ করে বলেছেন হাওয়েল।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...