ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রোহিতকে পেছনে ফেলে লজ্জার রেকর্ড কার্তিকের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৩ ১৬:৫৭

লজ্জার রেকর্ডে কার্তিকের নাম। ফাইল ছবি লজ্জার রেকর্ডে কার্তিকের নাম। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ রবিবারের রাতটা অনেকটা দুঃস্বপ্নের মতোই কেটেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ভক্তদের। নূন্যতম ব্যবধানে জয় পেলেই যেখানে প্লে-অফের টিকিট কাটার সুযোগ ছিল বিরাট কোহলিদের, সেখানে টেবিল টপার গুজরাট টাইটান্সের কাছে হেরে উল্টো আসর থেকেই ছিটকে গেছে দলটি। ঘরের মাঠে বিরাট কোহলির সেঞ্চুরিতে প্রায় দুইশ রান তুলেও শুভমান গিলের দুর্দান্ত সেঞ্চুরিতে দারুণ এক জয় তুলে নিয়েছে গুজরাট। 

ব্যাঙ্গালুরুর এমন হারের দিনেই লজ্জার এক নজির গড়েছেন দলটির উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক। গুজরাটের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। তাতেই মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে পিছনে ফেলে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড করেছেন কার্তিক। 

গত রবিবার রাজস্থান রয্যালসের বিপক্ষে ডাক মেরেছিলেন দিনেশ কার্তিক। তাতেই ছুঁয়েছিলেন রোহিত শর্মার লজ্জার এই রেকর্ড। এক সপ্তাহের ব্যবধানে গুজরাটের বিপক্ষে ম্যাচে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন কার্তিক। আইপিএলের ইতিহাসে এই নিয়ে ১৭ বার শূন্য রানে আউট হলেন তিনি। লজ্জার এই রেকর্ড গড়তে দিনেশ কার্তিকের লেগেছে ২২১ ইনিংস। তালিকায় দুইয়ে থাকা রোহিত শর্মা ২৩৬ ইনিংস খেলে শূন্য রানে আউট হয়েছেন ১৬ বার।

এদিকে আইপিএলে মাত্র ৯৬ ইনিংসেই তৃতীয় সর্বোচ্চ ১৫ ডাকের রেকর্ড রয়েছে ক্যারিবীয় তারকা সুনীল নারিনের। দুই ইনিংস বেশি খেলা ভারতীয় ব্যাটার মানদীপ সিংয়ের ডাক সংখ্যা ১৫টি। এছাড়া ১২০ ইনিংস অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল শূন্য রানে ফিরেছেন ১৪ বার। ১৫৮ ইনিংস ব্যাট করা মনীশ পান্ডে ও ১৮৫ ইনিংসে আম্বাতি রায়ডুও ডাক মেরেছেন ১৪ বার করে।

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...