ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সূর্যের সেঞ্চুরিতে বৃথা গেল রশিদের অলরাউন্ডার নৈপুণ্যে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৩ ০৬:০১

সেঞ্চুরি হাঁকালেন সূর্যকুমার যাদব। ছবি: আইপিএল সেঞ্চুরি হাঁকালেন সূর্যকুমার যাদব। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ জিতলেই সবার আগে প্লে-অফের টিকিট কাটার সুযোগ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের সামনে। অন্যদিকে শীর্ষ দুইয়ে থাকার দৌড়ে থাকা মুম্বাইয়ের ও প্রয়োজন ছিল জয়। এমন ম্যাচেই সব আলো একাই কেড়ে নিলেন সূর্যকুমার যাদব। তাতেই ২৭ রানের জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 

ওয়াংখেড়েতে এদিন আগে ব্যাট করে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স ৫ উইকেট হারিয়ে গড়েছিল ২১৮ রানের পাহাড়। ১১ চার ও ৬ ছক্কায় ৪৯ বলে হার না মানা ১০৩ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। এছাড়া ইশান কৃষাণ ৩১, বিনোদ ৩০ ও রোহিতের ব্যাট থেকে আসে ২৯ রান। গুজরাটের পক্ষে একাই ৪ উইকেট নেন রশিদ খান।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে গুজরাট টাইটান্স। বাকিদের আসা যাওয়ার মিছিলে একাই লড়াই করেছেন রশিদ খান। ২১ বলে তুলে নিয়েছিলেন হাফ সেঞ্চুরিও। তাতেই গুজরাট কমিয়েছে হারের ব্যবধান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে গুজরাট থামে ১৯১ রানে। ৩ চার ও ১০ ছক্কায় রশিদ খান অপরাজিত থাকেন ৭৯ রানে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...