ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

স্বপ্নের আইপিএল কাটছে রিংকুর, টম মুডি চাইলেন ভারতীয় দলে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ২১:০১

রিংকু সিং। ফাইল ছবি রিংকু সিং। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলতি আইপিএলটা স্বপ্নের মতো কাটছে কেকেআরের ব্যাটার রিংকু সিংয়ের। ভারতের উত্তরপ্রদেশের জন্ম নেওয়া রিংকু চলতি আসরে করে যাচ্ছেন ধারাবাহিকভাবে রান। গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে কলকাতাকে জিতিয়ে লাইললাইটে আসেন তিনি। পরের ম্যাচে দল হারলেও রিংকু খেলেন ৫৮ রানের হার না মানা এক ইনিংস। এছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৪৬ রান। 

নিয়মিতই ব্যাট হাসা রিংকু সিংকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। এমনকি সাবেক অজি তারকা টম মুডি স্বয়ং কলকাতার এই ব্যাটারকেই চেয়ে বসলেন জাতীয় দলে। অন্যদিকে সাবেক ক্যারিবীয় তারকা ইয়ন বিশপ অবশ্য, রিংকুকে এখনই জাতীয় দলে চান না। তবে, তাকে ভারতীয় ‘এ’ দলে ডাকা উচিত বলে মনে করেন এই ক্যারিবীয় কিংবদন্তি। 

রিংকু সিংয়ের প্রশংসা পঞ্চমুখ টম মুডি বলেছেন, 'আমার মনে হয় এবার সময় এসেছে ভারতীয় বোর্ডের ভেবে দেখার যে, ওকে (রিংকু) কোনও ফরম্যাটে ভারতীয় দলে খেলানো যেতে পারে! রিংকু সাদা বলের ক্রিকেটে ভারতীয় ক্রিকেটের হয়ে খেলতে পারে। সেটা টি-২০ ক্রিকেট ও হতে পারে আবার ৫০ ওভারের ওয়ানডে ক্রিকেট ও হতে পারে। আমি দলে ডাক পাওয়ার বিষয়ে সহমত হচ্ছি। আর রিংকুও এই দাবিকে সমর্থন জানাচ্ছে ওর পারফরম্যান্সের মধ্যে দিয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটেও ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে চলেছে সে।'

এদিকে ইএসপিএন ক্রিকইনফোতে ইয়ান বিশপ বলেছেন ' আমি গত মৌসুমেও ওকে (রিংকু) দেখেছি। ওর মধ্যে কিছু না কিছু রয়েছে। পরিসংখ্যানের পাশাপাশি ওর মধ্যে একটা ক্ষমতা রয়েছে। যেটা আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। ওর প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ডও খুব ভালো। তাই আমি আশা করছি অন্ততপক্ষে ভারতীয় 'এ' দলে জায়গা পাবে রিংকু। আমি আশা করছি শীঘ্রই ডাক পাবে ও।'

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...