ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

‘অশান্ত’ হয়ে উঠা শান্ত ফের গুনলেন জরিমানা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২২:০১

মেজাজ হারালেন শান্ত। ছবি: সিলেট স্ট্রাইকার্স মেজাজ হারালেন শান্ত। ছবি: সিলেট স্ট্রাইকার্স

নট আউট ডেস্কঃ আচরণবিধি ভঙ্গের দায়ে ফের শাস্তির কবলে পড়েছেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত। সিলেটের এই তারকা ব্যাটারকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। এক বিবৃতিতে গতকাল (বুধবার) বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। 

মঙ্গলবার বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন শান্ত। এরপর বার কয়েক মেজাজও হারান এই ওপেনার। আর তাতেই ভেঙেছে বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান।

যার ফলে ম্যাচ ফির ৫০ ভাগ জরিমানার বিধান থাকলেও, শান্তকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর সঙ্গে দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। চলতি বিপিএলে এই নিয়ে দ্বিতীয়বারের মতো আচরণবিধি ভঙ্গ করায় মোট তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে শান্ত'র নামের পাশে। অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি রকিবুল হাসানের দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন শান্ত। তাই নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি আর।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...