ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নারী আইপিএলে দল পেলেন সালমা-সুপ্তারা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২২ ০১:৪৭

একই দলের হয়ে আইপিএল মাতাবেন সালমা-সুপ্তা। ফাইল ছবি একই দলের হয়ে আইপিএল মাতাবেন সালমা-সুপ্তা। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ তিন দলের অংশগ্রহণে প্রতি বছর ভারতে অনুষ্ঠিত হয়ে থাকে নারীদের আইপিএল খ্যাত উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জের। তারর ধারাবাহিকতায় চলতি মাসের ২৩ মে পুনেতে পর্দা উঠবে নারীদের এবারের আইপিএলের। বরাবরের মতো উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এবারও থাকছে বাংলার নারীদের অংশগ্রহণ। 

পেসার জাহানারা আলমের হাত ধরেই, নারী আইপিএলে পথচলা শুরু হয়েছিল বাংলাদেশের। এই পেসার খেলেছিলেন গত আসরেও। তবে এবারই প্রথম আইপিএলে উপেক্ষিত থাকলেন জাহানারা, পেলেন না দল। এবারের আসরে তাই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন দেশের দুই নারী ক্রিকেটার সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা। এর আগে আইপিএলে সালমার খেলার অভিজ্ঞতা থাকলেও, এবারই প্রথম দল পেয়েছেন শারমিন।

এদিকে আসন্ন এই আসরকে সামনে রেখে তিন দলের স্কোয়াডে ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে একই দলের হয়ের খেলার সুযোগ পেয়েছেন সালমা খাতুন ও শারমিন আক্তার। গত বার ট্রেইলব্লেজার্সের জার্সিতে অভিষেক হয়েছিল সালমার। এবারও একই দলের হয়ে আইপিএল মাতাবেন তিনি। এদিকে প্রথমবার আইপিএল মাতাতে যাওয়া শারমিন আক্তার সুপ্তাও খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে। যেখানে তাঁরা ভারতীয় তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার অধিনায়কত্বে খেলবেন। 

একনজরে দেখে নিন তিন দলের স্কোয়াড:

 

সুপারনোভাস

হারমানপ্রীত কৌর (অধিনায়ক), তানিয়া ভাটিয়া (সহ-অধিনায়ক), আলানা কিং, আয়ুশ সোনি, চান্দু ভি, দিন্দ্র ডটিন, হারলিন দেওল, মেঘনা সিং, মনিকা প্যাটেল, মুসকান মালিক, পূজা বস্ত্রকার, প্রিয়া পুনিয়া, রাশি কানজিয়া, সোফি একসেলেস্টোন, সুন লাস ও মানসি যোশি।

 

ট্রেইলব্লেজার্স

স্মৃতি মান্ধানা (অধিনায়ক), পুনম যাদব (সহ-অধিনায়ক), অরুন্ধতি রেড্ডি, হেলি ম্যাথিউস, জেমিমাহ রদ্রিগেজ, প্রিয়াঙ্কা প্রিয়দর্শিনী, রাজ্যেশ্বরী গাইকোয়াদ, রেনুকা সিং, রিচা ঘোষ, সাবভিনেনি মেঘনা, সাইকা ইশাক, সালমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, সোফিয়া ব্রাউন, সুজাতা মল্লিক ও এসবি পোখারকার।

 

ভেলোসিটি

দীপ্তি শর্মা (অধিনায়ক), স্নেহ রানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, আয়াবঙ্গা খাকা, কেপি নাভগিরে, ক্যাথরিন ক্রস, কীর্তি জেমস, লরা উলভার্ডিট, মায়া সোনাওয়ানে, নাত্থাকান চানটাম, রাঁধা যাদব, আর্তি কেদার, শিভালি শিনদেম শিমরান বাহাদুর, যস্তিকা ভাটিয়া ও প্রণবি চন্দ্র।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...