ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কামিন্সের পিটুনি হজম করতে কষ্ট হচ্ছে রোহিতের

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ০৩:২৩

মাহেলা জয়াবর্ধনেও রোহিত শর্মা। ফাইল ছবি মাহেলা জয়াবর্ধনেও রোহিত শর্মা। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ মূলত তিনি একজন ফাস্ট বোলার। সংক্ষিপ্ত ফরম্যাটে (আন্তর্জাতিক) যার সর্বোচ্চ স্কোর ১৩। সেই খেলোয়াড় যখন এক ওভারে ৩৫ রান নেয় তখন প্রতিপক্ষ অধিনায়কের আপসোস করা ছাড়া কিই বা করার থাকে। বলা হচ্ছে অজি টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্সের কথা। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে যে কীর্তি গড়েছেন কামিন্স তাতে করে রোহিত শর্মার হতাশ হওয়া ছাড়া কিছু করার নেই বর্তমানে। কারন এই কামিন্সের কাছেই হেরেছে রোহিতের মুম্বাই।  

গতকাল রাতের ম্যাচ শেষে রোহিত বলেন, 'এই রকম পরাজয় হজম করা কষ্টের। সত্যিকার অর্থে এটি কোন ভাবে কল্পনা করা যায়না। তবে ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। আমাদের সামনে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। প্রতি মৌসুমে এই পরিস্থিতিতে পড়তে ভালো লাগে না। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আমাদের। তবে শেষ ৪-৫ ওভারে ৭০-এর বেশি রান উঠেছে। ১৫তম ওভার পর্যন্তও খেলা আমাদের দিকে ছিল। কিন্তু কামিন্স খেলা ঘুরিয়ে দিল। '

ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত, ঈশানরা। অথচ সেই উইকেটেই মাত্র ১৪ বলে ফিফটি করেন কামিন্স। আইপিএলের ইতিহাসে এটি যুগ্মভাবে দ্রুততম ফিফটি। পরের দিকে ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন রোহিত, 'প্রথম দিকে বল একটু ধীরে আসছিল। যত সময় গড়িয়েছে উইকেট তত ভালো হয়েছে। কিন্তু সব মিলিয়ে উইকেট ব্যাট করার পক্ষে ভালো ছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি। '

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...