ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজের রেকর্ড গড়া ইনিংস দেখে 'হতভম্ব কামিন্স' 

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ০০:৫৫

স্যামসের এক ওভারেই কামিন্স তোলেন ৩৫ রান। ছবি: আইপিএল স্যামসের এক ওভারেই কামিন্স তোলেন ৩৫ রান। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ গত রাতেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্ধর্ষ ইনিংস খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের অজি তারকা প্যাট কামিন্স। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই গড়েছেন রেকর্ড। আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির (যৌথভাবে) মালিক এখন অজি টেস্ট অধিনায়ক। 

১৪ বলে হাফ সেঞ্চুরি হাঁকানো কামিন্স অপরাজিত ছিলেন ১৫ বলে ৫৬ রানের টর্নেডো ইনিংস খেলে। ইনিংসে ৪ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৬টা বিশাল ছক্কা। যেখানে ড্যানিয়েল স্যামসের এক ওভারে ৪ ছক্কা সহ নিয়েছিলেন ৩৫ রান। কামিন্সের দুর্দান্ত ব্যাটিংয়ে টেবিলের চূড়ায় এখন নাইটরা।

এদিকে মাঠে নেমেই এমন ইনিংস খেলবেন, তা নাকি কখনো কল্পনাই করেননি কামিন্স। ম্যাচ শেষে তাই নিজের ব্যাটিং দেখে নিজেই হয়েছেন 'হতভম্ব'।

কামিন্স বলেন, ‘আমিই খুব সম্ভবত সবচেয়ে বেশি অবাক নিজের ইনিংসটি দেখে। ভালো লাগছে যে এমন কিছু করতে পেরেছি। আমি ভেবেছিলাম, নাগালের মধ্যে বল পেলে ব্যাট চালাব। তবে মারার ব্যাপারটা নিয়ে খুব বেশি ভাবিনি।’ 

এমন ইনিংস খেলতে পেরে তৃপ্তিটাও একটু বেশি পাচ্ছেন কামিন্স। মাঠের একপাশে ছোট বাউন্ডারিকে টার্গেট করেই নেমেছিলেন মাঠে। তিনি আরও বলেন, ‘আইপিএলে এ মৌসুমে নিজের প্রথম ম্যাচে এমন ইনিংস খেলতে পেরে খুব ভালো লাগছে। আমি মাঠে কিছুটা ছোট বাউন্ডারির দিকটাকে ব্যবহার করেছি।’ 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...