ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

কামিন্সের রুদ্রমূর্তি, মুম্বাইয়ের সঙ্গী টানা তিন হার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২ ০৯:৫৪

১৪ বলে হাফ সেঞ্চুরি করেন প্যাট কামিন্স। ছবি: আইপিএল ১৪ বলে হাফ সেঞ্চুরি করেন প্যাট কামিন্স। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে হেরেই চলছে টুর্নামেন্টের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে সবকটিতে হারের স্বাদ নিয়েছে রোহিত শর্মার দল। পুনেতে এদিন রেকর্ড গড়া হাফ সেঞ্চুরিতে মুম্বাইকে স্রেফ উড়িয়ে দিয়েছেন কলকাতার প্যাট কামিন্স।

মুম্বাইয়ের করা ১৬১ রান টপকাতে কলকাতার লেগেছে মাত্র ১৬ ওভার। ১৪ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ে নিজের নামটা লেখানোর সঙ্গে কলকাতাকেও টেবিলের চূড়ায় নিয়ে গেছেন অজি তারকা প্যাট কামিন্স।

পুনেতে এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হারের বৃত্তে ঘুরপাক খাওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের। ইনিংসের শুরুতেই ব্যাক্তিগত ৩ রানে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। এরপর আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো মাঠে নামেন 'বেবি এবি' খ্যাত দেভাল্ড ব্রেভিস। নিজের অভিষেক ম্যাচটায় আলোও কেড়েছেন এই প্রোটিয়া যুবা। দ্বিতীয় উইকেটে ইশানের সঙ্গে বাঁধেন শক্ত জোট।

শুরুটা দারুণ করা ব্রেভিস এদিন অবশ্য ইনিংসটা লম্বা করতে পারেননি। বরুণ চক্রবর্তীর বলে স্ট্যাম্পিং হয়ে ফিরলে থামে বেবি এবির ঝড়। ফেরার আগে খেলেন ২টি করে চার ও ছক্কায় ১৯ বলে ২৯ রানের ছোট্ট ক্যামিও। ব্রেভিসের বিদায়ের পর ব্যক্তিগত ১৪ রানে ফিরেন ফর্মে থাকা ইশানও। এরপর তিলক ভার্মাকে নিয়ে দলের হাল ধরেন সূর্যকুমার যাদব। চতুর্থ উইকেটে এই দু'জনের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহের পথেই হাটে মুম্বাই।

দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন সূর্যকুমার। ইনিংসের শেষ দিকে এই হাফ সেঞ্চুরিয়ানের বিদায়ে ভাঙে চতুর্থ উইকেটে জুটির। ফেরার আগে সূর্যকুমার খেলেন ৫ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৫২ রানের ইনিংস। তবে এদিন কাজের কাজটা করেন কাইরান পোলার্ডও। ইনিংসের শেষ ওভারে প্যাট কামিন্সকে ৩ ছক্কা হাঁকিয়ে দলীয় সংগ্রহ দেড়শো পার করাতে রাখেন গুরুত্বপূর্ণ অবদান।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে মুম্বাই। ৫ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন পোলার্ডা। ৩ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন তিলক ভার্মা। কলকাতার পক্ষে দুই উইকেট শিকার প্যাট কামিন্সের।

জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার আজিঙ্কা রাহানের উইকেট হারায় কলকাতা। এরপর অধিনায়ক শ্রেয়াস আইয়ারও দ্রুতই ফিরেন সাজঘরে। ২ ছক্কায় দারুণ শুরুর পরও বিলিংস ফিরেন ব্যাক্তিগত ১৭ রানে। নিজেকে হারিয়ে খোঁজা নিতিশ রানাও ফিরেন ৮ রানে। বাকিদের এমন ব্যাটিং ব্যর্থতার দিনে দলের ঢাল হয়ে দাঁড়ান ওপেনার ভেঙ্কাটেশ আইয়ার। একপ্রান্তে একের পর এক উইকেট পড়লেও, অন্যপ্রান্তে রানের চাকা সচল রাখেন এই ওপেনার।

পঞ্চম উইকেটে রাসেলকে নিয়ে দলকে কক্ষ পথে রাখেন আইয়ার। তবে এদিন ঝড় তোলার আগেই সাজঘরে ফিরেন রাসেল। আর তাতেই বিপাকে পড়ে কলকাতা। ষষ্ঠ উইকেটে আইয়ারকে সঙ্গ দেন প্যাট কামিন্স। বল হাতে এদিন বেশ খরুচেই ছিলেন এই অজি পেসার। তাঁর শোধটা হয়তো ব্যাট হাতেই চেয়েছিলেন দিতে। এদিন নেমে শুরু থেকেই পুনেতে ঝড় তোলেন কামিন্স। স্বদেশী ড্যানিয়েল সামসের এক ওভারে ৪ ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি তুলে দলকে উড়ন্ত জয় এনে দেন কামিন্স।

সামসকে তুলোধুনো করে এক ওভারেই কামিন্স তুলেন ৩৫ রান। আর তাতেই ৪ ওভার ও ৫ উইকেট হাতে রেখে আসরে তৃতীয় জয় তুলে নেয় কলকাতা। ১৪ বলে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিকও এদিন বনে যান কামিন্স। শেষ পর্যন্ত ৪ চার ও ৬ ছক্কায় ১৫ বলে ৫৬ রানের টর্নেডো ইনিংস খেলেন এই অজি তারকা। ৪১ বলে ৫০ রানে অপরাজিত থাকেন আইয়ার।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...