ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ইয়র্কশায়ারে খেলবেন শাদাব

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২ ২২:২৫

ইংলিশ কাউন্টিতে খেলবেন শাদাব। ফাইল ছবি ইংলিশ কাউন্টিতে খেলবেন শাদাব। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পাকিস্তানের রঙ্গীন পোশাকে সময়টা দারুণ যাচ্ছে স্পিন অলরাউন্ডার শাদাব খানের। ফলশ্রুতিতে এবার ডাক পড়েছে ইংলিশ কাউন্টিতে। টি-টোয়েন্টি ব্লাস্টের আসন্ন আসরে ইয়র্কশায়ারের হয়ে খেলবেন শাদাব। একই দলের হয়ে খেলবেন তার স্বদেশী পেসার হারিস রউফও।

টি-টোয়েন্টি ব্লাস্টের পুরো আসরে খেলতে পারবেন না শাদাব। এই টুর্নামেন্টের প্রথম ৫টি ও শেষ ৬টি ম্যাচে খেলবেন এই অলরাউন্ডার।

পাকিস্তানের হয়ে ৬৪টি টোয়েন্টি ম্যাচে খেলেছেন শাদাব। যেখানে বল হাতে ৭৩ উইকেট এবং ব্যাট হাতে ২৭৫ রান করেছে।

অন্যদিকে, শাদাবের স্বদেশী হারিস প্রথমদিকের ৫ ম্যাচেই খেলবেন। এরপর আর তাকে পাওয়া যাবে না বলে জানিয়েছে ইয়র্কশায়ার কতৃপক্ষ। ইয়র্কশায়ার ক্লাবের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর অব ক্রিকেট ড্যারেন গুচ পাকিস্তানের তারকা শাদাবের যুক্ত হওয়ার বিষয় এক বিবৃতি দিয়েছেন।

তিনি বলেছেন, 'শাদাব এমন একজন যে টপ অর্ডার ও মিডল অর্ডারে ব্যাট করতে পারে এবং ব্যাট হাতে সে লম্বা শট খেলতে পারে। স্পিনার হিসেবেও দারুণ সে।'

নতুন দলে যুক্ত হতে পেরে বেশ খুশি শাদাব। তিনি বলেছেন, 'আমি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে খেলতে মুখিয়ে আছি। আমার ক্রিকেট শুরু করার পর থেকেই স্বপ্ন ছিল কাউন্টি ক্রিকেটে খেলা। দলটিতে আমার ভালো বন্ধু হারিসের সঙ্গে খেলতে পারা বিশেষ কিছু আমার জন্য।'

 

-নট আউট/এসআর/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...