ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিগ ব্যাশে খেলার আমন্ত্রণ পেলেন বাবর

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২ ২৩:৫৫

অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও পাক অধিনায়ক বাবর আজম। ফাইল ছবি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও পাক অধিনায়ক বাবর আজম। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বর্তমান ক্রিকেট বিশ্ব মাতাচ্ছেন বাবর আজম। নিজ দেশের বাইরেও প্রতিনিয়ত বাড়ছে শুভাকাঙ্খীর সংখ্যা। ব্যাট হাতে অজিদের বিপক্ষে দাপট দেখানো বাবর আজম আমন্ত্রণ পেয়েছেন অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে। 

দুই যুগ পর পাকিস্তানের মাটিতে খেলতে এসে টেস্ট সিরিজ জিতলেও দলটি হেরেছে ওডিআই সিরিজ। সিরিজে কাপ্তান বাবরের ছিল অনন্য অসাধারণ। অজিদের ম্যাচ হারালেও মন জয় করে নিয়েছেন কাপ্তান অ্যারন ফিঞ্চের। বাবরের ব্যাটিংয়ে মুগ্ধ অজি দলপতি ফিঞ্চ তাইতো চান বাবর যেন তাদের দেশের লিগে খেলতে আসেন। 

স্বাগতিক পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরি হাঁকিয়ে সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। । পাকিস্তান অধিনায়ককে ফিঞ্চ দেখতে চান অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশেও।

বাবর আজম সম্পর্কে ফিঞ্চ বলেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে দীর্ঘ সময় ধরে ভালো খেলছে বাবর আজম। সে যদি বিগ ব্যাশ খেলতে চায়, তাহলে যেকোনো দলই তাকে পেতে চাইবে।'

 

এছাড়াও প্রশংসা করেছেন শাহিন শাহ আফ্রিদির। তার বোলিংয়েও মুগ্ধ ফিঞ্চ, বলেন,' আফ্রিদি খুব দুর্দান্ত একজন বোলার। ’

পাকিস্তানের এই তারকাদের বিগ ব্যাশে পাওয়াটা হবে ফিঞ্চের জন্য বিশেষ কিছু। অজি অধিনায়ক বলেন, ‘পাকিস্তানের এই প্রতিভাবানদের কেউ যদি বিগ ব্যাশে খেলতে যায়, তাদেরকে আমরা সাদরে গ্রহণ করব। ’

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...