ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আমাকে স্পিন-ফাস্ট বোলার বলা উচিত: রশিদ

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ এপ্রিল ২০২২ ২২:৩১

বর্তমান সময়ের বিশ্বের সেরা লেগ স্পিনার মানা হয় রশিদকে। ফাইল ছবি বর্তমান সময়ের বিশ্বের সেরা লেগ স্পিনার মানা হয় রশিদকে। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ লেগ স্পিনার নামটির সাথে জড়িয়ে থাকে ভয় ও শঙ্কা। কোন কারনে ভয় ও শঙ্কা থাকে তা আলাদা ভাবে বিশ্লেষনের নেই কিছু। বাইশগজে ব্যাটারদের উজ্জল স্বপ্নের ইতি টানতে মরিয়া হওয়া এ ধরনের বোলার নিশ্চিত হেরে যাওয়া ম্যাচ করে নিতে পারে নিজেদের। বর্তমান ক্রিকেট বিশ্বে যে কয়েকজন বল হাতে এই জাদু প্রদর্শন করতে পারেন তাদের মধ্যে একজন আফগান দলের রশিদ খান। 

একজন লেগস্পিনার হলেও তাঁর বলের গতি অন্যান্য লেগীদের থেকে তুলনামূলক বেশি। তিনি ঘন্টায় ৭৫ কিমি বদলে ১০০ কিমি গতিতে বল করতে বেশি ভালোবাসেন। সত্যি হলো এমন গতিতে বল করতে তিনি অভ্যস্থ। ২৩ বছর বয়সে ছুড়ি ঘুরিয়েছেন জাতীয় দল থেকে শুরু করে বিশ্বের বড় বড় ফ্রাঞ্জাইজি লিগে। বাদ যায়নি আইপিএলে। মেধাবী এই বোলাদের বাদ যাওয়ার কথাও না কোনভাবে। 

হালের সেনশেষন রশিদ এবার খেলছেন নতুন টিম গুজরাট টাইটান্সে। পেয়েছেন প্রথমবারের মত বড় দায়িত্ব। দলপতি হার্দিক পান্ডিয়ার সহযোগী হিসেবে পুরো আসরে থাকবেন মাঠে তিনি। বিশ্ব টি-টোয়েন্টির দিকে চোখ রাখলে দেখা যাবে, ৩১২টা ম্যাচে ৪৩৬টা উইকেট নিয়েছেন রশিদ। সেই একই ছন্দে দেখা যাচ্ছে এ বারও। প্রথম ম্যাচে ২৭ রান দিয়ে নিয়েছেন ১টা উইকেট। রশিদ তীব্র আশাবাদী, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে যে পারফরম্যান্স তিনি করেছেন এত দিন, গুজরাতের হয়েও সে ভাবে মেলে ধরতে পারবেন নিজেকে। যতই নতুন টিম হোক, প্রথম ম্যাচে হারুন, খেতাবের দিকেই চোখ রাখছেন আফগান স্পিনার।

নিজের বোলিং বিষয়ে রশিদ বলছেন, ‘আমি জোরের উপর বল করি। আর সেই কারণেই আমাকে স্পিন-ফাস্ট বোলার বলা উচিত। এই রকম পেসের উপর স্পিন করানোটা কিন্তু সহজ নয়। এই স্কিলটা আমাকে অর্জন করতে হয়েছে। ৯৬-১০০ কিমি গতিতে সাধারণত বল করি। এই রকম পেসে বল স্পিন করানোটাও কঠিন। কিন্তু আমি ৭০-৮০ কিমির থেকে বেশি গতিতে বল করতে পছন্দ করি। গতির উপর লেগস্পিনটাই আমার পছন্দ। নিজের বোলিং নিয়ে বারবার পরীক্ষানিরীক্ষা চালিয়েছি। যাতে ভালো বোলিং করতে পারি।’

বিশ্বমানের লেগস্পিনার হলেও খুব বেশি কবজির ব্যবহার করেন না বলে মন্তব্য করেন। যে কারণে নিজেকে পুরোপুরি লেগস্পিনারও মানতে নারাজ রশিদ। তাঁর কথায়, ‘আমি পুরোপুরি লেগস্পিনার নই। তার কারণ লেগস্পিনাররা যে ভাবে কবজির ব্যবহার করে, আমি তা করি না। আমি আঙুলই বেশি ব্যবহার করে থাকি। সে দিক থেকে দেখলে আমাকে ফিঙ্গার স্পিনার বলাই উচিত।’

রশিদের ধারাবাহিক সাফল্যের রহস্য কী? ‘ধারাবাহিকতাই একমাত্র রহস্য। সঠিক লাইন, লেন্থে বল করাটাই আসল। সেটা ফ্লিপার দিই আর লেগস্পিন করি। নিজের স্কিলের উপর আস্থা এবং সঠিক জায়গায় বল করতে পারাটাই ক্রিকেটের আসল রহস্য। এটা নিয়েই আমি কাজ করি নিয়মিত। যে সঠিক জায়গায় নিয়মিত বল করতে পারে, সেই কিন্তু মিস্ট্রি স্পিনার হতে পারে। আর ধারাবাহিকতা হল একটা মানসিকতা।’

 

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...