ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

মোটা অঙ্কের জরিমানা গুনলেন রোহিত

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২২ ২৩:১৪

ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনেছেন মুম্বাই অধিনায়ক। ফাইল ছবি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনেছেন মুম্বাই অধিনায়ক। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ১৫তম আইপিএলের শুরুটা ভাল হল না রোহিত শর্মার জন্য। প্রথম ম্যাচে দল যেমন হারল দিল্লি ক্যাপিটালসের কাছে, তেমনই ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হল ভারত অধিনায়ককে। স্লো ওভার রেটের জন্য এই শাস্তি পেলেন তিনি। এ বারের আইপিএলে রোহিতই প্রথম অধিনায়ক যিনি এই শাস্তি পেলেন।

মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল রবিবার। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৭ রান তোলে মুম্বই। ঈশান কিশান ৮১ রান করে অপরাজিত থাকেন। রোহিত নিজে ৪১ রান করেন। সেই রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে জয়ের রান তুলে নেয় দিল্লি। শেষ বেলায় অক্ষর পটেল এবং শার্দূল ঠাকুরের বিধ্বংসী ইনিংস দলকে সহজ জয় এনে দেয়।

 

কিন্তু দিল্লির ইনিংসের সময় মুম্বই অতিরিক্ত সময় নেয় বলে জানিয়েছেন আইপিএল কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, এটাই দলের প্রথম অপরাধ বলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

-নট আউট/এমআরএস/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...