ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সাকিবের ম্যাচ সেরার দিনে গায়ানার প্লে অফ নিশ্চিত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৯

সাকিব আল হাসান। ছবি সংগৃহীত সাকিব আল হাসান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে নিজের প্রথম দুই ম্যাচেই শতভাগ ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। দুই বারই ব্যাট হাতে প্রথম বলে হয়েছেন আউট। তবে তৃতীয় ম্যাচে নিজেকে প্রমাণ করার পাশাপাশি দলের প্লে অফ নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট হাতে ৩৫ রানের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়। 

 

টস হেরে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ১৭৩ রান করে সাকিবের দল গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি ওপেনার রহমানউল্লাহ গুরবাজের। ৪২ বলে করেন এই ব্যাটার করেন ৬০ রান। দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ সাকিবের। ৩৫ রানের ইনিংসে সাকিব মোকাবেলা করেছেন ২৫ বল। যেখানে রয়েছে ৪টি চার ও ১টি ছয়। 

 

গায়ানার দেওয়া ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ত্রিনবাগো সব উইকেট হারিয়ে করে ১৩৬ রান। ম্যাচে গায়ানার জয় ৩৭ রানে।  সাকিব দলটিতে যোগ দেওয়ার পর টানা তিন ম্যাচেই জয় পেল গায়ানা। ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসলো দলটি।

 

-নট আউট/এমআরএস

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

সাকিবের ম্যাচ সেরার দিনে গায়ানার প্লে অফ নিশ্চিত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে নিজের প্রথম দুই ম্যাচেই শতভাগ ব্যর্থ ছিলেন সাকি...

ফের গোল্ডেন ডাক সাকিবের

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় ম্যাচেও ব্যক্তিগত শূন্য রানে আউট হয়েছেন বিশ্...

সিপিএলে নাইট রাইডার্সের নতুন কোচ সিমন্স

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হেড কোচ হলেন ফিল সিমন্স