ঢাকা | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১

নেপাল দলে খেলারও যোগ্য না বাবর: শোয়েব মালিক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ জুলাই ২০২৪ ১২:০২

বাবর আজম ও শোয়েব মালিক। গেটি ইমেজ বাবর আজম ও শোয়েব মালিক। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ভারত বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়েন দেশটির তারকা ক্রিকেটার বাবর আজম। এরপর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব শাহিন আফ্রিদি পেলেও এক সিরিজ যেতে না যেতেই ফের অধিনায়কত্ব ফিরে পান বাবর। তার নেতৃত্বেই সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে পাকিস্তান। তবে চিত্রটা এবারও বদলায় নি। ভারত বিশ্বকাপের মতো এবারও হয়েছে পাকিস্তানের ভরাডুবি।

বিশ্বকাপে এবার পাকিস্তান বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকেই। যেখানে নবাগত যুক্তরাষ্ট্রের কাছে হেরে পাকিস্তান উঠতে ব্যর্থ হয়েছিল সুপার এইটে। স্বাভাবিকভাবেই তাই সমালোচনার ঝড় বইছে পাকিস্তান ক্রিকেটকে। অনুমেয়ভাবে সমালোচনা থেকে বাদ যাননি বাবর আজমও। 

এদিকে এর মাঝেই কাপ্তান বাবর আজমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তিনি মনে করছেন, বাবর আজম ভালো কোনো দলে খেলার জন্য ফিট নন। এমনকি নেপাল দলেও জায়গা পাওয়ার যোগ্য নন বাবর।

সম্প্রতি একটি টকশোতে মালিক বলেছেন, ‘আমাদের সেরা খেলোয়াড় কে? আমাদের সেরা খেলোয়াড় হলেন বাবর আজম। আমি শুধু শীর্ষ ৪-৫টি দলের কথা বলছি। বাবর কি সেই দলের একাদশে জায়গা পাবে? অস্ট্রেলিয়া, ভারত বা ইংল্যান্ডের এই ফরম্যাটে? উত্তর হল না! এমনকি নেপালও বাবর আজমকে তাদের দলে নেবে না।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...