ঘুম নয়, তাসকিন বাদ পড়েছিলেন উইকেট বিবেচনায় !
প্রকাশিত: ১ জুলাই ২০২৪ ২১:৪২
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আরেকবার প্রতিপক্ষ ভারত। বাংলাদেশি সমর্থকদের মনে বিশ্বাস ছিল জয় ছিনিয়ে আনবে নাজমুল শান্তরা। তবে শেষ পর্যন্ত তা হয়নি বরং হারতে হয়েছিল বড় ব্যবধানেই। এই ম্যাচে টাইগারদের পারফর্ম নিয়ে হয়েছিল যথেষ্ট সমালোচনা। তবে সব ভুলে ভবিষ্যতের দিকেই পা বাড়িয়েছিল ক্রিকেটার ও সমর্থকরা। তবে দেশের প্রথম সারির এক গণমাধ্যমে তাসকিনের নামে উঠে আসা অভিযোগে আবারও উত্তাল দেশের ক্রিকেট পাড়া ।
নির্দিষ্ট একটি গণমাধ্যমের দাবি, ম্যাচের দিন ঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারেননি তাসকিন। মাঠে পৌঁছাতে করেন দেরি। হেড কোচের ফোন কল না ধরাতে চান্ডিকা হাথুরু দিয়েছেন বাদ’ । এমন প্রতিবেদনের পর তাসকিনকে নিয়ে খানিকটা ব্রিবত ক্রিকেট সমর্থকরা।
তবে সন্ধ্যা নাগাদ দেশের আরেকটি প্রথম সারির গণমাধ্যম জানিয়েছেন, ঘুম নয় তাসকিনের বাদ পড়ার মূল কারণ ছিল উইকেট। পেসারের পরিবর্তে ব্যাটারকে নেওয়ার মূল কারণও ছিল উইকেট। উইকেট বুঝে ম্যাচের আগে একাদশ সাজিয়েছিল ম্যানেজম্যান্ট।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষে নাসুম কান্ড ছড়িয়ে পরে ক্রিকেট পাড়া। এবার একই মাধ্যমে উঠে আসলো তাসকিন ইস্যু। যদিও প্রথমটার মত এটাও ভিত্তিহীন, সেটি ক্রিকেট পাড়ার একাংশ বুঝে গেছিল সকাল সাড়ে নয়টার একটু পরেই।
দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই
শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন
শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান!
শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...
হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি
যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...
আপনার মূল্যবান মতামত দিন: