ঢাকা | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের হারে শোয়েবকে খোঁচা মারলেন শামি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ ০৬:৫০

শোয়েব আখতার (বাঁয়ে), মোহাম্মদ শামি (ডানে)। ছবি: সংগৃহিত শোয়েব আখতার (বাঁয়ে), মোহাম্মদ শামি (ডানে)। ছবি: সংগৃহিত

নট আউট ডেস্কঃ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবেই ভারতকে চেয়েছিলেন সাবেক পাক পেসার শোয়েব আখতার। যদিও সেমিতে কিউইদের উড়িয়ে পাকিস্তান ফাইনালে গেলেও, ব্যর্থ হয়েছিল ভারত।

সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে রীতিমতো বিধ্বস্ত হয় রোহিত শর্মার দল। বোলিং ব্যর্থতায় ভারত সেমিফাইনাল হেরেছিল ১০ উইকেটের বড় ব্যবধানে। ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায়, ভারতীয় বোলিং লাইনআপের কঠোর সমালোচনা করেন শোয়েব আখতার। ভুবনেশ্বর-শামিদের উদ্দেশ্যে করে তিনি বলেন, একটাও আউট করতে পারলি না ভাই? সেই সাথে তিনি এটাও দাবি করেন, ভারতীয় বোলারদের চাইতে পাকিস্তানের বোলিং ইউনিট'ই বেশ এগিয়ে।

এদিকে ফাইনালে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে পাকিস্তান দল। ফাইনাল হারার পর'ই শোয়েব নিজের ব্যক্তিগত টুইটার একাউন্টে ‘হৃদয় ভাঙার’ ইমোজি দিয়ে একটি টুইট করেন। তাতেই এবার রি-টুইট করে ভারতীয় পেসার মোহাম্মদ শামি। 

রি-টুইটে শামি লিখেন,‘ দুঃখিত ভাই। এটিকে কর্মা (কর্মফল) বলে।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...