ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তাসকিনের বোলিং দেখতে দূর্দান্ত লাগেঃ উথাপ্পা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ নভেম্বর ২০২২ ১৯:১৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ তাসকিন আহমেদ! এই নাম হয়ে উঠেছে প্রতিপক্ষের জন্য আতঙ্ক। ক্রিকেট প্রেমী মানুষের কাছে প্রশংসিত। কেননা চলতি বিশ্বকাপে দুই ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড়। বাংলাদেশও ঐ দুই ম্যাচেই পেয়েছে জয়ের স্বাদ। অথচ একটা সময় কতই না কথা হতো ঢাকা এক্সপ্রেসকে নিয়ে। তবে সেসব অতীত, পুরনো প্রসঙ্গ। নতুন প্রসঙ্গ তাসকিনের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন রবিন উথাপ্পা। 

 

তাসকিনের বোলিং প্রসঙ্গে সাবেক এই উইকেট রক্ষক ব্যাটার বলেন, তাসকিন এখন তার বোলিং লেন্থ নিয়ে অনেক নিশ্চিত থাকে। সে এখন লাইন লেন্থ বজায় রেখে বল করে। এটা দেখতে খুব দুর্দান্ত লাগে।' 

 

তাসকিনের পাশাপাশি মুস্তাফিজকে নিয়েও প্রশংসা করেছেন উথাপ্পা। রান খরচে বিরক্তির নাম বনে যাওয়া ফিজ ফিরেছেন পুরনো ছন্দে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে করেছেন ইকোনমিক্যাল বোলিং। 

 

উথাপ্পা বলেন, 'এটা দেখে ভালো লাগছে যে মুস্তাফিজ তার 'ফিজ' ভার্সনে ফিরে আসছে। সে কিছুদিন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। সে জিম্বাবুয়ের বিপক্ষে খুবই ভালো স্পেল করেছে। সে অবশ্যই চাইবে সেখান থেকেই ভারতের বিপক্ষে শুরু করতে।'

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...